in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

লম্বা ছেলেরা যে ১০টি যন্ত্রণা কখনোই এড়িয়ে চলতে পারে না

প্রতি গ্রুপেই একজন লম্বা থাকবে যে বেচারাকে ডাকনামে কম ডাকলেও লম্বু, খাম্বা বা তালগাছ এসব নামে বেশি ডাকা হয়। আর অঘোষিতভাবেই সে গ্রুপ সেলফি তোলার সেলফি স্টিক হিসেবেও বিবেচিত হয়। এছাড়া জামাকাপড় কিনতে গিয়ে সাইজ না পাওয়া কিংবা লোকাল বাসে উঠে ঘাড় বাঁকা করে রাখার মতো আরো দৈনন্দিন যন্ত্রণাতো আছেই। আপনার আশেপাশে আছে নাকি এমন কেউ? থাকলে তাদের জানিয়ে দিন আজকের লেখাটি তাদের জন্যই, আর আপনি নিজেই এমন একজন হয়ে থাকলে আজকে তো আপনার জন্যই এই আয়োজন!

১. নাম যাই হোক না কেন সার্কেলে আপনার ডাকনাম লম্বু/খাম্বা কিংবা তালগাছ

via GIPHY

 

২. গ্রুপ সেলফি তোলার গুরুদায়িত্ব সবসময় আপনার উপরই পড়ে

via GIPHY

 

৩. প্যান্ট কিনতে গেলে দোকানদারের মুখে “মামা এত লম্বা প্যান্ট নাই” শোনাটা একদম রুটিনের মতো

via GIPHY

 

৪. প্রায়ই আপনাকে কেউ না কেউ বলে “আরে তুমি এত লম্বা আর্মিতে জয়েন করলে না কেন?”

via GIPHY

 

৫. গ্রুপ ছবিতে আপনাকে সবসময় পেছনে থাকতে হয়

via GIPHY

 

৬. অনেকে আপনাকে চেনায় “আরে ঐ লম্বা ছেলেটা বলে”

via GIPHY

 

৭. লম্বা হওয়ায় উচু জায়গা থেকে কিছু নামানোর দায়িত্ব কেবল আপনারই

via GIPHY

 

৮. লোকাল বাসে উঠে আপনাকে ঘাড় বাঁকা করে রাখতে হয়

via GIPHY

 

৯. নতুন কারো সাথে পরিচয় হলে নামের পাশাপাশি নিজের হাইটও বলতে হয়

via GIPHY

 

১০. জামাকাপড় কিনে সাইজে ধোঁকা খাওয়া আপনার জন্য নতুন কিছু নয়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাটকা খিচুড়ি বনাম ভুনা খিচুড়ি সমর্থক গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ

যে ৮টি লক্ষণ মিলে গেলে বুঝবেন আপনিও মনে মনে একজন সিক্রেট ডিপজল