in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

ধন্যবাদ “করোনা ভাইরাস”, সকাল কি জিনিস তা পুরোপুরি ভুলিয়ে দেওয়ার জন্য

বিষয়টা এমন না যে আমি “Morning person”, কিন্তু সকালে অফিসে দৌঁড়ানোর জন্য হলেও ৯ টায় মায়ের চেঁচামেচিতে কিংবা অ্যালার্মের ক্যাচক্যাচানিতে উঠে যেতাম।

via GIPHY

কিন্তু করোনা মহোদয়ের কৃপায় বিগত তিন/চার মাস যাবত বাসায় থেকে Work from home করতে করতে, আমার জীবন থেকে সকাল নামক সময়টাই হারিয়ে গেছে। কারণ এখন আমি বলতে গেলে প্যাঁচা বা বাদুর সম্প্রদায়ের লোকজন, জীবনের অন্যতম মুখ্য কাজই হচ্ছে এখন সারারাত জেগে মুভি বা সিরিজ দেখে বেলা ২ টায় ঘুম থেকে ওঠা।

via GIPHY

আর এই সাহস আমাকে দিয়েছে করোনা, কারণ এখন না থাকে সকালে উঠে অফিসে যাওয়ার চিন্তা, আবার না থাকে অফিসে লেট হওয়ার ভয়, অফিস তো এখন বাসাতেই।

via GIPHY

আর জীবন থেকে সকাল গায়েব হওয়ার সাথে সাথে গায়েব হয়েছে আরেকটি বিষয়, তা হলো ব্রেকফাস্টের কনসেপ্ট।

via GIPHY

আমার তো না হয় বাসায় মা রয়েছে, কিন্তু যারা একা থাকে তাদের জন্য বিষয়টা এমন যে খাবার তো আমাকেই বানাতে হবে, তাই যখন ক্ষুধা লাগবে বানিয়ে খেয়ে নাও, কিসের লাঞ্চ, ডিনার টাইম?

via GIPHY

করোনা আসার আগে শখ করে কয়েক জোড়া স্পোর্টস সু কিনেছিলাম, সকালে উঠে দৌড়াবো বলে, কিন্তু দৌড়ানো তো বহুদূর, শালার সকালের দেখা যদি পাই, তাতেই আমি বর্তে যাই।

via GIPHY

নিজেকে মাঝে মাঝে এখন জম্বি মনে হয়, ১৫ ঘন্টার বিশাল এক ঘুম দিয়ে উঠেও টায়ার্ড থাকি, মনে চায় আরো ঘুমাই। দিনের রুটিন এখন Eat>sleep>repeat এমন একটা লুপের মধ্যে পড়ে গেছে, এখান থেকে চাইলেও বের হতে পারছিনা।

via GIPHY

আর তাই ধন্যবাদ করোনাভাইরাস আমার জীবন থেকে সকাল আর সকালে এলাকার মোড়ের হোটেলের পরোটা ভাজি গায়েব করে দেওয়ার জন্য।

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

জীবনের যে ৬টি ধাপে হাল ছেড়ে দেয়াই উচিত সিদ্ধান্ত

Quiz: ৬টি উত্তর দিন আর আমরা বলে দিবো কোন নুডলসটি আপনি?