in

মাইরালামাইরালা

জীবনের যে মুহূর্তগুলোয় মনে হয় “হাসিখুশির দিন শেষ, এখন শুধু নাকের পানি আর চোখের পানি”

আমাদের জীবনে হাসিখুশির দিনগুলো আসে অল্প সময়ের জন্য, আর হাসিখুশির দিনগুলো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের নাকের পানি আর চোখের পানি এক হয়ে যায়, অর্থাৎ দুঃখের সময় শুরু হয়ে যায়। আজ জেনে নিন জীবনের এমনই কিছু মুহূর্ত সম্পর্কে, যে মুহূর্তগুলোয় আমাদের অভিনেতা ফারুক আহমেদের মত হাতে ভাতের প্লেট নিয়ে বলতে ইচ্ছা করে “হাসিখুশির দিন শেষ, এখন শুধু নাকের পানি আর চোখের পানি”

১. ইউনিভার্সিটির কয়েকবছর ফুর্তি করে, স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পর যখন বেকার জীবন শুরু হয়

via GIPHY

 

২. খাবারের স্বাদের জন্য সারাজীবন মায়ের সাথে চিল্লাচিল্লি করা ব্যাচেলর যখন নতুন বিয়ে করে

via GIPHY

 

৩. বিদেশ মানেই আরাম মনে করা পাবলিক যখন সত্যি সত্যি বিদেশ যায়

via GIPHY

 

৪. ইউনিভার্সিটিতে ভর্তি হলেই আর পড়ালেখা নেই মনে করা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে উঠে

via GIPHY

 

৫. অতিরিক্ত গরমের দিনে যখন বারবার ইলেকট্রিসিটি চলে যাওয়া শুরু হয়

via GIPHY

 

৬. মাসের মাঝখানেই যখন স্যালারির ৮০ভাগ শেষ হয়ে যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ক্রাশ এবং টিচারসহ যে ৬ ধরণের মানুষের সাথে বসে বাংলাদেশের খেলা দেখবেন না

যেভাবে বুঝবেন আপনি আসলে একটা টিউবওয়েল