নিজের দেশের ক্রিকেট খেলা দেখতে বসলে আমরা এখন মনেই করে নেই যে হার্টব্রেক লোডিং। তবে এই হার্টব্রেক যেন তেন হার্টব্রেক না। খেলা দেখে যার হৃদয় ভাঙ্গে, তার কানে সেই শব্দ বেশ তীব্রভাবেই পৌঁছায়।
১. স্কুল-কলেজে দুষ্টামি করে ধরা খাওয়ার পর টিচারদের বেতের বাড়ি খাওয়ার শব্দ
via GIPHY
২. পার্টনারের সাথে বিশাল ঝগড়া করার পর বালিশ চাপা দিয়ে “চাপা” কান্না করার শব্দ
via GIPHY
৩. ছোট বাচ্চা-কাচ্চা কোথাও হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর তাদের চিৎকার সহ কান্নার শব্দ
via GIPHY
৪. তাড়াহুড়া করে দরজা বা জানালা লাগানোর সময় আঙ্গুলে চাপ খাওয়ার পর আমাদের মুখনিঃসৃত শব্দ
via GIPHY
৫. সুইমিং পুলের পানিতে ডাইভ দেওয়ার পর পেটের উপর ল্যান্ড করলে যে শব্দ হয়, সেই শব্দ
via GIPHY
৬. অনেকগুলো কথা শুনিয়ে যাওয়ার পর বাবা, বস কিংবা পার্টনার যখন সশব্দে দরজা বন্ধ করে বের হয়ে যায় সেই শব্দ