in

মাইরালামাইরালা

আমার মতো সকালে সহজে যাদের ঘুম ভাঙে না, তারাই বুঝবেন এই ৮টি ব্যাপার

অনেকেই বলেন তাদের নাকি সকাল ৬ টায় ঘুম ভেঙে যায়। আমার প্রশ্ন, কিভাবে পারেন? আমার মতো যারা রাতজাগা পাখি, তাদের জন্য তো সকাল ৬টা মধ্যরাত। সকালে ঘুম ভাঙাটা আমাদের কাছে রীতিমত যুদ্ধ জয়ের মত অবস্থা। চলুন তাহলে কিছু ব্যাপার মিলিয়ে দেখা যাক!

১. কয়েক লেয়ারের অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙা তো আমার জীবনে এক অসম্ভবের নাম!

via GIPHY

 

২. মাঝেমাঝে মনে হয় মিটিং বা ক্লাস এগুলো সকালে শুরু না হয়ে দুপুরে কেন হয় না?

via GIPHY

৩. “নাস্তা!!?” সকালবেলা তাড়াহুড়া করে রেডি হয়েই কুল পাই না, নাস্তা করবো কখন?

via GIPHY

 

৪. শীতের সকাল আমাদের কাছে এক নরক যন্ত্রণার মতো, শীতের ঠান্ডা সকালে নরম গরম বিছানার সাথে বিচ্ছেদ, প্রথম প্রেমের বিচ্ছেদ থেকেও ভয়ানক!

via GIPHY

 

৫. যেদিন কোন কারণে অ্যালার্ম দিতে মনে থাকে না, সেদিন তো আমার অবস্থা একদম বারোটা!

via GIPHY

 

৬. অনেক চেষ্টা করেও কোনোদিন ৮ টায় বের হওয়ার জন্য ৭ টায় উঠতে পারিনি, সবসময় ৭:৫৫-তেই উঠেছি

via GIPHY

 

৭. ঘুম না ভাঙার এই অভ্যাসের জন্য আমি এখন অফিশিয়ালি একজন লেট লতিফ!

via GIPHY

 

৮. রাতই আমার কাছে প্রিয় বন্ধু, কিন্তু সকাল……

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

শীত না লাগলেও কিভাবে বুঝবেন শীত মামা চলে এসেছে

একটু বেশি সৎ এবং সত্যবাদী মানুষদের যে ৮টি প্যারার মধ্য দিয়ে জীবন পার হয়