একটা সময় ‘তিন গোয়েন্দা’ নিয়ে সেই লেভেলের মাতামাতি ছিল। আর যারা সেই সময় ‘তিন গোয়েন্দা’ পড়েছে, তাদের বেশ কিছু স্মৃতি অবশ্যই আছে। ‘তিন গোয়েন্দা’ র যারা ফ্যান ছিল, তারা নিচের ব্যাপারগুলোর সাথে নিশ্চিত রিলেট করতে পারবে।
১. সাইজে ছোট হওয়ায় পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে লুকিয়ে তিন গোয়েন্দা পড়া
via GIPHY
২. বন্ধুদের সাথে ‘তিন গোয়েন্দা’-র বইগুলো আদান-প্রদান করা
via GIPHY
৩. ক্লাসে লুকিয়ে ‘তিন গোয়েন্দা’ পড়তে গিয়ে টিচারের কাছে ধরা খাওয়া
via GIPHY
৪. নিজের কাছের বন্ধুদের নিয়ে নিজস্ব ‘তিন গোয়েন্দা’ টিম গঠন করা!
via GIPHY
৫. নিজেকেও মনে মনে গোয়েন্দা ভাবা আর আশেপাশে রহস্যের খোঁজ করা
via GIPHY
৬. নেশার মত তিন গোয়েন্দা পড়তে পড়তে খাওয়া-দাওয়া ভুলে যাওয়া
via GIPHY
৭. টাকা জমিয়ে ‘তিন গোয়েন্দা’ কেনা আর নিজের বইয়ের কালেকশান নিয়ে গর্ব করা
via GIPHY
৮. একদিন নিজেও বড় বড় সব কেইসের সমাধান করে খুব পপুলার হয়ে যাবে- এমন আকাশকুসুম স্বপ্ন দেখা!