চা হলো বাংলাদেশিদের একদম প্রকৃত কাছের বন্ধু। সময় সে যাই হোক, এক কাপ চা আমরা কখনোই না করতে পারি না। মাথা ব্যথা থেকে শুরু করে মন খারাপ ঠিক করা, কিংবা বইপড়া বা বৃষ্টি উপভোগ করার মত সর্বরোগের মহৌষধ একটাই আর আর তা হলো চা। কি, পড়তে পড়তেও চায়ের তৃষ্ণা লেগে গেলো নাকি?
১. ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যেকোন বেলার খাবারের পর এককাপ চা না হলে আমাদের চলেই না
via GIPHY
২. আমাদের অনেকের জীবনেই বাকি সব Optional, একমাত্র চা ই Permanent
via GIPHY
৩. তীব্র গরমে সবাই খায় কোল্ড ড্রিংক্স, আর আমরা খাই চা
via GIPHY
৪. এলাকার টং চায়ের দোকানটাই আমাদের সবচেয়ে প্রিয় জায়গা
via GIPHY
৫. চা খাওয়ার অপকারিতা নিয়ে কেউ জ্ঞান দিতে আসলে আমরা তাকে উল্টো জ্ঞান দিয়ে দেই
via GIPHY
৬. টিএসসিকে আমাদের স্বর্গরাজ্য মনে হয় কারণ এত চায়ের অপশন আছে ওখানে, তা বলে বুঝানো যাবে না
via GIPHY
৭. মাঝে মাঝে এক কাপ চায়ে আমাদের কিছুই হয় না
via GIPHY
৮. মাথা ব্যাথা সারানো, বই পড়া কিংবা বৃষ্টি উপভোগ করা সবকিছুতেই আমাদের একমাত্র ভরসার নাম “চা”
via GIPHY
৯. সকালে উঠে নাস্তা না হলেও আমাদের চলে, কিন্তু চা না হলে…
via GIPHY
১০. কেউ দাওয়াত দিয়ে যত যাই খাওয়াক, খাওয়া শেষে এক কাপ চা না খাওয়ালে, আমাদের মেজাজটাই খারাপ হয়ে যায়