in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

যে ৮টি কাজ বড় ভাই-বোনেরা নিজেরা করলেও, ছোট ভাই-বোনদের কখনো করতে দেয় না

সবাই পরিবারের ছোটদের আদর পাওয়া নিয়ে কথা বললেও, এমন অনেক কাজ আছে যা পরিবারের বড় ভাই-বোনেরা করলেও ছোটদের কপালে যে তা জোটে না, তা নিয়ে কেউ কখনো কিছু বলে না। তাই সকল ছোট ভাই-বোনের পক্ষ থেকে আমি নিয়ে এলাম এমন এক অভিজ্ঞতার ঝুড়ি, যেগুলো প্রতিটা পরিবারের ছোট ভাই-বোন রিলেট করতে পারবে!

১. বড় ভাই-বোনেরা স্কুল-কলেজে থাকাকালীন অবস্থায় প্রেম করলেও, আমাদের বেলায় “না না, সর্বনাশ! এইসব একদম নিষেধ”

via GIPHY

 

২. বড় ভাই-বোনেরা দিন-রাত বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাসায়ও ফিরে নিজের খুশি মতো। অথচ আমাদের কিনা সন্ধ্যার আগে ঘরে ঢুকতেই হবে

via GIPHY

 

৩. আমাদের নিজের পার্সোনাল ফোন বলে কিছুই না থাকলেও, উনারা ঠিকই স্কুলে থাকতেই নিজের ফোন পেয়েছিলো

via GIPHY

 

৪. বড় ভাই-বোনেরা নিজেরা ঠিকই বন্ধুদের সাথে ট্রিপ দেয়, কিন্তু আমাদের বেলায় এটা মহাপাপ

via GIPHY

 

৫. বড় ভাই-বোনদের বন্ধুরা যখন বাসায় আসে তখন তাদের রুমে আমরা নিষিদ্ধ হলেও, আমাদের বন্ধুরা বাসায় এলে তারা ঠিকই আমাদের পিছে লেগে থাকে

via GIPHY

 

৬. বড় ভাই-বোনেরা সবসময় নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পায়, আর আমাদের কপালে জুটে শুধু বাবা-মায়ের ইচ্ছা পূরণের দায়িত্ব

via GIPHY

 

৭. বড় ভাই-বোনেরা নিজেদের রুম পর্যন্ত লক করতে পারে। আর আমরা… থাক! না-ই বললাম!

via GIPHY

 

৮. বড় ভাই-বোনেরা ঠিকই তাদের সময় কোচিং/বাজারের টাকা থেকে একটু-আধটু নিজের পকেটে ঢুকালেও, আমাদের বেলায় এসে ঠিকই কড়ায়-গন্ডায় হিসেব বুঝে নেয়ার জন্য হাজির হয়ে যায়!

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

পূর্বাভাস হিসেবে দেয়া বিপদ সংকেতগুলো আসলে যা বোঝায়

নানা রঙের আকাশের সাথে তাল মিলিয়ে এই ১৫টি ছবির সাথে হারিয়ে যেতে পারেন ৯০ এর দশকে