বাংলাদেশিদের জীবনে ফুচকা এক অদ্ভুত প্রেমের নাম, ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। তবে কিছু মানুষের ফুচকাপ্রেম অন্য সবাইকে ছাড়িয়ে যায়, তাদের ফুচকার প্রতি ভালোবাসা এতই বেশি যে, প্রেম আর ফুচকা থেকে একটা বেছে নিতে হলে, তারা ফুচকাকেই বেছে নিবে।
১. বন্ধুদের আড্ডায় যতবারই কেউ বলে “কি খাওয়া যায়?” ততবারই আপনার উত্তর থাকে “ফুচকা”
via GIPHY
২. ব্রেকফাস্ট, লাঞ্চ, এমনকি ডিনার। সবকিছুতেই ফুচকা খেতে আপনার বিন্দুমাত্র আপত্তি নেই
via GIPHY
৩. যখন কেউ আপনার সামনে বলে “এসব ফুচকা-টুচকা খাওয়া ভালো না”
via GIPHY
৪. বিভিন্ন স্থানে আপনার পরিচিত ফুচকা মামা আছে এবং যার দোকানে গিয়ে বলতে হয় না, আপনি কতটুক ঝাল বা টক খান
via GIPHY
৫. একপ্লেট ফুচকার লোভ দেখিয়ে, আপনার কাছ থেকে অনেক কাজ আদায় করে নেওয়া যায়
via GIPHY
৬. ফুচকার ক্ষেত্রে আপনি “Sharing is caring” নীতির ধারও ধারেন না
via GIPHY
৭. পৃথিবীর কোথাও যদি ফুচকা ফেস্টিভ্যাল হয়, তবে আপনি সেখানে কিডনি বিক্রি করে হলেও যাবেন
via GIPHY
৮. একটু সুযোগ পেলেই বাসায় নিজে নিজেই ফুচকা বানিয়ে খান আপনি
via GIPHY
৯. অনেকে বলে, আপনাকে দেখতেও ফুচকার মত লাগে!
via GIPHY
১০. আপনার নিজস্ব ফুচকা buddy আছে, যার সাথে আপনি প্রতিনিয়ত বিভিন্ন জায়গার ফুচকা খেতে যান
via GIPHY
১১. আপনার কাছে কেউ নতুন কোন রেস্টুরেন্টের খোঁজ চাইলে, আপনি কেবল ফুচকার দোকান সাজেস্ট করেন
via GIPHY
১২. প্রেম অথবা ফুচকার মধ্যে যেকোনো একটা বেছে নিতে হলে, চোখ বন্ধ করে আপনি ফুচকাকেই বেছে নিবেন