in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

রূপের ঝলক ছাড়াও যে ৭টি জিনিস দেখে ছেলেদের চোখের পলক পড়ে না

“পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক” – এন্ড্রু কিশোরের এই বিখ্যাত গানের সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেবল রূপবতী কারো দিকেই যে পুরুষ নিষ্পলক তাকিয়ে থাকে, তা কিন্তু নয়। চলুন জেনে নেওয়া যাক আর কি কি আছে, যা দেখে ছেলেরা চোখ ফেরাতে পারে না!

১. কনস্ট্রাকশনের কাজ – রাস্তাঘাটে বা যেকোনো এলাকার কনস্ট্রাকশন সাইটে গেলেই দেখবেন, একদল পুরুষ নিষ্পলক তাকিয়ে ভাঙ্গা গড়ার কাজ দেখছে!

via GIPHY

 

২. বাংলাদেশের ক্রিকেট ম্যাচ – বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখার সময়েও একইভাবে এদেশের ছেলেদের চোখের পলক পড়ে না। কিসের খাওয়া দাওয়া, কিসের কাজ, আগে খেলা!

via GIPHY

 

৩. গ্যাঞ্জাম এবং মারামারি – লোকালয় কিংবা রাস্তাঘাটে ছোটবড় গ্যাঞ্জাম হলেও দেখবেন ভীড় জমে যায়। ব্যাপক মনোযোগ দিয়ে সবাই সে দৃশ্য দেখে

via GIPHY

 

৪. বিলাসবহুল গাড়ি – জ্বি, হ্যাঁ! বিলাসবহুল গাড়ি এবং যেকোনো স্পোর্টস কার দেখলেও অনেকের বিশেষ করে ছেলেদের চোখ আটকে যায়

via GIPHY

 

৫. পোস্টার (সিনেমা/চিকিৎসালয়) – রাস্তায় বা গলিতে দাঁড়িয়ে নির্লিপ্ত দৃষ্টিতে কোনো সিনেমা কিংবা উত্তরবঙ্গীয় চিকিৎসকের পোস্টার দেখছে, এরকম লোকজন কিন্তু আমরা সবাই কম বেশি দেখেছি

via GIPHY

 

৬. সাপের খেলা/সর্বরোগের ওষুধ – ছন্দে ছন্দে সাপের খেলা দেখানোর পাশাপাশি নানান ধরনের আয়ুর্বেদিক কিংবা জংলী ওষুধ বিক্রেতাকে ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনকেও দেখেছেন নিশ্চয়ই

via GIPHY

 

৭. ভিডিও গেম – ভিডিও গেম খেলার সময় কোন ছেলেই একমুহূর্তের জন্য তার চোখের পলক সরায় না, সেটার প্রমাণ যেকোনো গেমারকে দেখলেই পেয়ে যাবেন

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: জেনে নিন কোন সত্যটি আপনার কাছ থেকে গোপন রাখা হয়েছে

যে ৭টি যুক্তিসঙ্গত কারণে MCU Doctor Strange সব ইউনিভার্সেই সিঙ্গেল