স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যখন সবাই ইউনিভার্সিটিতে ঢুকে, তখন মনে হয় যেন জীবনটাই পাল্টে গেছে। আর সেই সময় যে ধরনের ঘটনাগুলো সবার জীবনেই ঘটে, সেগুলো নিয়েই আজকের এই লিস্ট।
১. নিজের ক্লাস রুম কোথায় কোনদিকে সেটা প্রায়ই ভুলে যাওয়া এবং ক্যাম্পাসে বারবার হারিয়ে যাওয়া
via GIPHY
২. ক্যাম্পাসের পপুলার সিনিয়রদের সেই লেভেলের ভাব দেখা আর কিছুটা তাদের মতো হওয়ার চেষ্টা করা
via GIPHY
৩. নতুন নতুন অনেক বন্ধু হওয়া, যারা আবার কয়েক মাসের মধ্যেই উধাও হয়ে যায়!
via GIPHY
৪. ইউনিভার্সিটির ক্লাবগুলো যে আসলে শুধু ক্লাব না, একেকটা ফ্যামিলি- সেটা জানতে পারা!
via GIPHY
৫. আশেপাশের অনেকেরই মাত্র কয়েক মাসের মধ্যে প্রেম শুরু হয়ে যাওয়া
via GIPHY
৬. স্কুল-কলেজে মোটামুটি ভালো রেজাল্ট থাকায়, ইউনিভার্সিটিতেও অনেক ভালো রেজাল্ট হবে সেই আশা করে, পরে ডাব্বা মারা!
via GIPHY
৭. ক্লাস বাংক মেরে বন্ধুদের সাথে আড্ডা-ঘোরাঘুরিতে ব্যস্ত থেকে, পরীক্ষার আগে অথৈ সমুদ্রের মাঝে পড়া
via GIPHY
৮. ৩/৪ বছরের মধ্যেই ইউনিভার্সিটি পাস করে বিশাল বড় চাকরি করব- এই ধরনের আকাশকুসুম স্বপ্ন দেখা!