পরিচিত কারও বিয়ে মানেই এক্সট্রা কাজ। আর বিয়েটা যদি হয় বেস্টফ্রেন্ডের, তাহলে তো কথাই নেই! একদম সেই লেভেলের যুদ্ধ শুরু হয়ে যায় জীবনে। এছাড়াও বেস্টফ্রেন্ডের বিয়ে মানে আর কি কি, তা দেখে নিন আজকের তালিকা থেকে!
১. বেস্টফ্রেন্ডের তুলনায় আপনি বিয়ে নিয়ে ১০০ গুন্ বেশি এক্সসাইটেড থাকবেন
via GIPHY
২. বিয়ের বাজার সদাই, কাপড়, ডেকোরেশন সব ঝামেলার দায়িত্ব আপনি না চাইলেও আপনার মাথা পেতে নিতে হবে
via GIPHY
৩. বেস্টফ্রেন্ড বিয়ে করছে বলে সবাই একটু পর পর আপনাকেও আপনার বিয়ে সম্পর্কে প্রশ্ন করবে
via GIPHY
৪. বিয়ে/হলুদের শেষ মুহূর্তে অন্য কারো ভুলের সমাধান আপনাকেই করে দিতে হবে
via GIPHY
৫. গায়ে হলুদ/মেহেদী অনুষ্ঠানের জন্য বাকিদের নাচ গান প্র্যাক্টিস করার দায়িত্বও আপনাকেই নিতে হবে
via GIPHY
৬. বিয়ের দিন আপনাকে আপনার বেস্টফ্রেন্ডের পার্সোনাল বডিগার্ড হয়ে যেতে হবে
via GIPHY
৭. বর/কনে পক্ষকে চোখে চোখে রাখার দায়ভারও আপনার
via GIPHY
৮. বেস্টফ্রেন্ডের ছোট বড় সব প্রয়োজনে আপনাকেই সবার আগে ছুটে যেতে হবে
via GIPHY
৯. কাঁদবেন না ভাবলেও, বিদায়ের সময় আপনার প্রচন্ড কান্না পাবে এবং একই সাথে নিজেকে একা একা লাগবে
via GIPHY
১০. তবে মনে মনে আপনি খুশিও হবেন এটা ভেবে, “যাক সব ঝামেলা শেষ হলো এখন আমি Chill করবো!”