যারা স্কুল-কলেজ লাইফে ব্যাকবেঞ্চার ছিলেন, তাদের নিশ্চয়ই স্মৃতির কোন শেষ নেই। কারণ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার না থাকলেও, তারা ঠিকই সেই সময়টাকে পুরোপুরিভাবে উপভোগ করেছে। তাই আজকের তালিকায় থাকছে ব্যাকবেঞ্চারদের জন্য রিলেটেবল সেইসব ঘটনার কিছু ছিটেফোঁটা!
১. টিচারদের সামনে ফ্রন্ট বেঞ্চে কেউ কেন বসতে চায়, তার কারণটা আপনি এখনো বুঝতে পারেন না
via GIPHY
২. পেছনের বেঞ্চে বসে কত কত ক্লাস আপনি ঘুমিয়েই পার করেছেন, তা আপনার নিজেরও মনে নেই
via GIPHY
৩. অনেক সময় পেছনের বেঞ্চে বসে আপনি লুকিয়ে লুকিয়ে টিফিনও খেয়েছেন
via GIPHY
৪. কথা বলার জন্য ক্লাসের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখা কিংবা ক্লাস থেকে বের করে দেয়ার শাস্তি আপনার কাছে দুধভাত হয়ে গিয়েছিল
via GIPHY
৫. সবসময় পেছনের সারিতে বসার জন্য কিছু কিছু টিচার আপনার উপর একটু বেশিই নজরদারি করতো
via GIPHY
৬. পরীক্ষায় সামনে সিট পড়লেই, আপনার মনে হতো দুনিয়াতে বেঁচে থেকে লাভ নেই!
via GIPHY
৭. ক্লাসের ক্যাপ্টেন আর ফ্রন্ট বেঞ্চে বসা স্টুডেন্টদের সাথে আপনার কখনোই তেমন খাতির হয়ে উঠেনি
via GIPHY
৮. আপনার বাকি সব ব্যাকবেঞ্চার বন্ধুদের সাথে কাটানো স্মৃতিগুলো, মরার আগ পর্যন্ত আপনি ভুলতে পারবেন না
via GIPHY
৯. ক্লাসের মাঝখানে হুট করে টিচার যা পড়াচ্ছে, তা নিয়ে প্রশ্ন করলে আপনি কখনো ঠিক উত্তর দিতে পারতেন না
via GIPHY
১০. পেছনের বেঞ্চে বসে গান শোনা, মোবাইলে টেক্সট করা, ছবি আঁকা সহ আরও কতরকম কাণ্ড যে করেছেন, তা নিয়ে রীতিমত হাজার পৃষ্ঠার বই লিখা সম্ভব