in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

কোরবানীর ঈদ নিয়ে যে ৯টি ব্যাপার শুধুমাত্র ছেলেরাই রিলেট করতে পারবে

কোরবানির ঈদ মানে বাংলাদেশি ছেলেরা সেদিন বাড়ির কামলা, ওরফে ডেলিভারি ম্যান, ওরফে কসাই। সবাই যখন চিল করতে ব্যস্ত তখন এই বেচারাদের গরু কেনা থেকে রান্না অবদি পুরোটা সময় দৌড়ের উপর থাকতে হয়। আজ তাই তাদের জন্য সমবেদনা আর আগাম ঈদ মোবারক।

১. শুরুটা হয় ঈদের ৩/৪ দিন আগে থেকেই বিভিন্ন হাটের দর দামের খোঁজ খবর সংগ্রহ করে বাসায় জানানোর দায়িত্ব দিয়ে

via GIPHY

 

২. এরপর আসে বহুল প্রতীক্ষিত হাটে যাওয়ার দিন। মানে, একদম কমান্ডো স্টাইলে রেডি হয়ে দলবল সহ যুদ্ধের জন্য রেডি হওয়ার দিন।

via GIPHY

 

৩. তারপর হাটে গিয়ে হাজারখানেক গরু আর মানুষের ভিড়ে ভর্তা হওয়া দিয়ে শুরু করে এই হাট ঐ হাট হয়ে গরু খোঁজা

via GIPHY

 

৪. গরু কিনে বাসায় আসার পথে (যদি ভাগ্যক্রমে প্রথম দিনেই গরু পাওয়া যায় আর কি) উৎসুক জনতাকে দাম বলতে বলতে কারো গরু দেয় দৌড়

via GIPHY

 

৫. এখানেই শেষ না, বাসায় এনে গোরুকে ঘাস খাওয়ানোর দায়িত্বটাও তাদের

via GIPHY

 

৬. তারপর ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে কোরবানি দেওয়ার পর শুরু হয় কাটাকুটির কাজ

via GIPHY

 

৭. এরপর দৌড়াতে হয় আত্নীয়দের বাসায় মাংস বিলাতে

via GIPHY

 

৮. সারাদিন ডেলিভারি ম্যানের মতো মাংস বিলানো শেষ হলে, বাসায় এসে বাকি থাকে শুধু খাওয়া দাওয়া

via GIPHY

 

৯. এরপর খাওয়া দাওয়া শেষে জানা যায়- খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। কখন যেন রাত ১২টা বেজে গিয়েছে এবং ঈদও শেষ হয়ে গিয়েছে।

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

অনলাইনে গরুর পাছায় থাপ্পড় মারার জন্য এলো নতুন অ্যাপ থাপড়াও

যে ৭টি ব্যাপার ছাড়া মনেই হয় না যে কুরবানীর ঈদ এসেছে