আপনি যদি খুব সেনসিটিভ স্বভাবের হয়ে থাকেন, অল্প কিছু হলেই যার চোখে পানি চলে আসে, তাহলে অবশ্যই আজকের তালিকায় দেয়া ঘটনাগুলোর সাথে নিজের যথেষ্ট মিল খুঁজে পাবেন।
১. যেকোনো ইমোশনাল মুভি/নাটক দেখলেই আপনার চোখের পানি সামলানো মুশকিল হয়ে যায়।
via GIPHY
২. অতিরিক্ত রাগ উঠলেই আপনার কান্না চলে আসে!
via GIPHY
৩. আপনার চেনা পরিচিতদের মধ্যে মোটামুটি অনেকেই, আপনাকে বিভিন্ন সময়ে কাঁদতে দেখেছে
via GIPHY
৪. অনেক সময় প্রচণ্ড আনন্দেও আপনার চোখে পানি চলে আসে
via GIPHY
৫. প্রায়ই কাছের বন্ধুরা আর পরিবারের মানুষেরা আপনাকে ‘ছিচকাঁদুনে’ বলে ডাকে।
via GIPHY
৬. অনেক সময় আপনি অকারণেই হালকা কান্নাকাটি করেন এবং নিজেও বুঝেন না কেন কান্না পাচ্ছে!
via GIPHY
৭. যারা জানে আপনি অল্পেই কেঁদে ফেলেন, তারা একটু সাবধানেই থাকে আপনাকে নিয়ে
via GIPHY
৮. অনেকেই সুযোগ পেলে আপনাকে শক্ত মনোবল তৈরি করার পরামর্শ দেয়
via GIPHY
৯. হাজার চেষ্টা করেও আপনি অনেক সময় কান্না আটকে রাখতে পারেন না
via GIPHY
১০. তবে যে যাই বলুক, কান্নাকাটি করে আপনার মনটা বেশ হালকা হয়!