in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

পড়তে বসানোর জন্য বাবা মায়েরা যেই ১০টি ডায়ালগ ব্যবহার করে

আমার মনে হয় “পড়তে বস!” আমাদের বাবা মায়েদের এটা প্রিয় ডায়ালগ। দুনিয়া উল্টিয়ে গেলেও কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলেও, আমাদের বাবা মায়েদের কাছে পড়তে বসাই একমাত্র সমাধান। তার জন্য কত ধরণের কথা তারা বানায়, কখনো আদর, কখনো বকা, কখনো একটু ঘুষ কখনো আবার ইমোশনাল ব্ল্যাকমেইল! যেমন-
আমি: আমার মন খারাপ
আব্বু/আম্মু :পড়তে বস!
আমি : আমার কাল পরীক্ষা
আব্বু/ আম্মু :পড়তে বস!
আমি : কাল থেকে ছুটি
আব্বু/ আম্মু : তো কি? পড়তে বস!
এই হলো আমার অবস্থা! কি আপনাদের সাথেও মিলে যাচ্ছে? তাহলে বাকি ১০টি ডায়ালগও দেখে নিন, অব্যশই মিল খুঁজে পাবেন!

১. “পাশের বাসার ভাবীর মেয়ে কে দেখছিস! পড়ার টেবিল থেকে উঠেই না।”

via GIPHY

 

২. “পড়তে না বসলে কিন্তু তোর মোবাইল ফোন নিয়ে যাবো!”

via GIPHY

 

৩. এবার যদি ফেল করিস তাইলে আর পড়াশোনা করা লাগবে না, মাটি কেটে টাকা রোজগার করিস!

via GIPHY

 

৪. পরীক্ষায় ফেল করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবো

via GIPHY

 

৫. আগামী মাস থেকে ইন্টারনেট কানেকশন বন্ধ! বাসার একটা পোলাপানও পড়াশোনা করে না

via GIPHY

 

৬. বাবা একটু কষ্ট কর, তুই চাইলেই পারবি। মানুষ চাইলে কিনা পারে! আজকে কষ্ট করলে একদিন আরাম করতে পারবি!

via GIPHY

 

৭. সামনের পরীক্ষা ভাল হলে, তুই যা চাস, তা এনে দিব!

via GIPHY

 

৮. স্কুল জীবনে: নাইন, টেন যা করসো ভুলে যাও! এসএসসি টা ঠিক মতো পড়ো, এরপর কলেজে উঠে অনেক আরাম করতে পারবা।

via GIPHY

 

৯. কলেজ জীবনে: স্কুলের রেজাল্ট জীবনে কোনো কাজে আসবে না। কষ্ট করতে হয় কলেজে, ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পেলে আর কোনো চিন্তা নাই।

via GIPHY

 

১০. ইউনিভার্সিটি জীবনে: এত বড় হইছিস, এখনো পড়তে বসার কথা বলতে হয়? সিজিপিএ এর যেই হাল, পাশ করেও তো তোর হাল চাষ করতে হবে!

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

একটু বেশি বেশি করলেও বাংলাদেশিদের যে ৮টি কাজ একদমই খারাপ না

সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মেয়েকে যে ৮টি অস্বস্তিকর কথা সহ্য করতে হয়