ঈদের ছুটিটা অনেকের কাছে বাসায় আরাম আয়েশ করা জন্য হলেও, অনেকের কাছেই পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার একমাত্র সুযোগ। আর তাই এবার ঈদের ছুটিকে কাজে লাগিয়ে ট্যুরে বের হওয়া মানুষদের ঘরবন্দী ঈদ কাটানো খুবই অসহ্যকর লাগছে। আপনিও কি এদের দলের কেউ? তাহলে আজকের তালিকাটি আপনার জন্য
১. কোথায় ঈদের ছুটিতে লং ট্যুর? আর কোথায় বারান্দা থেকে বেড রুম হয়ে লিভিং রুমেই ট্যুর? ভাবা যায় এগুলা?
via GIPHY
২. ট্যুর ছাড়া এই ঈদকে আপনার ঈদ নয়, COV-ঈদ মনে হচ্ছে!
via GIPHY
৩. ফেসবুক/ইনস্টাগ্রাম মেমোরিতে আগের ঈদ ট্যুরের ছবিগুলো চোখের সামনে আসলেই আপনার কান্না পাচ্ছে
via GIPHY
৪. ঈদের পরদিন রাত থেকে আপনি ঘুমিয়েও শান্তি পাচ্ছেন না, কারণ আপনি স্বপ্নের মধ্যেও কেবল পাহাড়, সমুদ্র, বন এসবই দেখছেন!
via GIPHY
৫. এমন লম্বা ছুটি আর একসাথে সব বন্ধুবান্ধবের ফ্রি সময় মিলতে আরও এক বছর অপেক্ষা করতে হবে ভাবলেই, আপনার বুকের মাঝে হাহাকার শুরু হয়ে যাচ্ছে
via GIPHY
৬. এমনকি ইদানিং ‘তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে’ টাইপ আন্তর্জাতিক সংবাদও আপনার কাছে পাত্তা পাচ্ছে না, কারণ আপনার মাথায় সারাক্ষণই ট্যুরের কথা ঘুরপাক খাচ্ছে