in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

সোশ্যাল মিডিয়ায় নিজেদের অস্তিত্ব জানান দিতে যে ৭টি কাজ আমরা সবাই করি

ফেইসবুক হোক বা ইন্সটাগ্রাম, ভার্চুয়াল জগতে প্রতিনিয়ত নিজেদের উপস্থিতি জানান না দিলে, খুবই সহজেই সবাই ভুলে যেতে পারে। তাই আমরা সবাই চেষ্টা করি প্রতিনিয়ত নিজেদের আপডেট রেখে ট্রেন্ডে থাকার। কারণ ভাই সোশ্যাল মিডিয়াতে বোরিং হলেই বিপদ। তাহলে দেখে নিন, আজকের তালিকায় দেয়া এই কাজগুলো আপনিও করেন কিনা!

১. জন্মদিন কিংবা যেকোনো অনুষ্ঠানের নিজের ফিটফাট অবস্থার ছবিটাই পোস্ট করা-
কারণ, ভাই আমার সোশ্যাল লাইফ আছে তা মানুষকে বুঝতে হবে না!

via GIPHY

 

২. পোষ্টে কখন বেশি রিঅ্যাকশন পড়তে পারে, তা ক্যালকুলেট করে তারপর পোস্ট করা-
কারণ, এক একটা পোস্টের পাশে 1k না থাকলে, পোস্ট করে কি লাভ?

via GIPHY

 

৩. একটু বৃষ্টি পড়েছে বা মেঘ করেছে? হায় হায়, এক্ষুনি রবীন্দ্রনাথের দুই এক লাইন পোস্ট করতে হবে-  কারণ ভাই নিজেকে এস্থেটিক প্রমান করার এটাই সুযোগ!

via GIPHY

 

৪. ছবি যা খুশি তা হোক, ফিল্টার আছে না! ট্রেন্ডি ফিল্টার দিয়ে পুরো ছবিটাই না বদলালে মানুষ কি ভাববে?

via GIPHY

 

৫. ভবিষতে কাজে লাগবে, তাই বন্ধুদের যেকোনো ছবি/স্ট্যাটাসে লাইক, লাভ দিয়ে রাখা-
মিথ্যা বলে লাভ নাই, এটা আপনিও করেন। কারণ এটা সোশ্যাল মিডিয়ার ভদ্রতা

via GIPHY

 

৬. ভাইরাল যেকোনো কিছু সবার আগে শেয়ার করার চেষ্টা করা- ভাইরাল জিনিসপত্র না জানলে চলে নাকি?

via GIPHY

 

৭. মেমোরিতে আশা পুরানো ট্রাভেলিং ছবি নিয়ম করে প্রতিবছর পুনরায় শেয়ার করা-
আরে ভাই, এত টাকা খরচ করে বিদেশ গেছি, সেটা দেখাবো না?

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

এই লকডাউন শিথিলে নিজেকে নিরাপদ রাখতে যা যা করণীয়

বাংলা সিনেমায় যে ১০টি মারাত্মক ভুল অত্যন্ত স্বাভাবিক ভাবে তুলে ধরা হয়