আপনি কি মানুষের সামনে কথা বলতে গেলে বিরাট ঝামেলায় পড়ে যান? ক্লাস/ অফিস শেষে পরিচিত কারো সাথে যেন রাস্তায় দেখা না হয়ে যায় আপনি কি এই দোয়া করতে করতে বাসায় ফেরেন? আপনার বন্ধুর সংখ্যা কি লেস চিপসের প্যাকেটের মত, দেখতে বেশি মনে হলেও ভিতরে কম? তাহলে কংগ্রাচুলেশন্স! আপনি একজন সোশ্যালি অকওয়ার্ড মানুষ। প্রায়ই এমন আরো অনেক ঘটনার সম্মুখীন হতে হয় আপনার এবং আমার মতো মানুষদের। নিচের এই ঘটনাগুলোর সাথে মিলিয়ে দেখুন তো আপনার জীবনের সাথে কতগুলো মিলে যায়!
১. আপনাকে কেউ কোনো কমপ্লিমেন্ট দিলে আপনি ঠিক বুঝে উঠতে পারেন না এখন কি করবেন
via GIPHY
২. রাস্তায় পরিচিত কারো সাথে দেখা হলে আপনি লুকানোর চেষ্টা করেন
via GIPHY
৩. কারো সাথে কথা যেন না বলতে হয় তাই আপনি ফোন হাতে নিতে নিজেকে ব্যস্ত রাখার অভিনয় করেন
via GIPHY
৪. আপনি ক্রাশের সামনে কুল হতে চাইলে শেষমেশ তা হাস্যকর কিছু হয়ে দাঁড়ায়
via GIPHY
৫. আপনি বেশি কথা এড়িয়ে যাওয়ার জন্য, হ্যাঁ এবং না এর মাঝে উত্তর দিতে ভালোবাসেন
via GIPHY
৬. কারো সাথে ফোনে কথা বলতে গেলেই আপনি কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়েন
via GIPHY
৭. আপনি যতই গুছিয়ে কথা বলার চেষ্টা করেন না কেন, সবার সামনে বলতে গেলেই সব তালগোল পাকিয়ে যায়
via GIPHY
৮. যখন কেউ আপনাকে নিজের সম্পর্কে বলতে বলে, আপনি অনেক বেশি প্যারা খেয়ে যান
via GIPHY
৯. আপনাকে প্রায়ই “আরও জোরে কথা বলো” শুনতে হয়
via GIPHY
১০. আপনি সারাদিনে সবমিলিয়ে অন্যদের সাথে যত কথা বলেন তার থেকেও বেশি নিজের সাথে নিজে কথা বলেন