আমরা যারা ৯০ দশকে জন্মেছি তারাই বোধহয় ইন্টারনেটবিহীন দারুণ একটা শৈশব কাটাতে পেরেছিলাম। আমাদের ছোটবেলায় সবার বাসায় এখনকার মত না ছিলো কম্পিউটার, না ছিলো সবার হাতে হাতে স্মার্টফোন, এসবের বদলে বরং অন্য অনেকগুলো বিষয় আমাদের শৈশবকে অনেক বেশি রঙিন করে রেখেছিলো। আজকের লিস্ট সেসব বিষয় নিয়েই
১. বিকেলে ক্রিকেট/ফুটবল খেলতে যাওয়া
via GIPHY
২. পাড়ার গেমসের দোকানে ভিড় জমানো
via GIPHY
৩. বিটিভিতে শুক্রবার বিকেলের বাংলা সিনেমা দেখা
via GIPHY
৪. ডিভিডি ভাড়া করে এনে কারো বাসায় একসাথে দেখা
via GIPHY
৫. পরিবারের সবাই একসাথে বসে ”ইত্যাদি” দেখা
via GIPHY
৬. লটারিতে বেশি আইসক্রিম পাওয়া
via GIPHY
৭. গরমের ছুটিতে বাবা-মায়ের সাথে মামাবাড়ি বা অন্য কোথাও ঘুরতে যাওয়া
via GIPHY
৮. টিনটিন কিংবা চাচা-চৌধুরীর কমিক বুক পড়া
via GIPHY
৯. বিটিভিতে সিন্দাবাদ,রবিন-হুড কিংবা আলিফ লায়লার মত একগাদা বিদেশি টিভি শো দেখা
via GIPHY
১০. ল্যান্ডফোনে কথা বলা