in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

ভালোবাসা দিবসে যে ১০টি জিনিস একজন সিঙ্গেল মানুষের জন্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়

এই পৃথিবীতে ভালোবাসার শক্তি কে অস্বীকার করা অসম্ভব। প্রাচীন কাল থেকে আজ অবধি ভালোবাসা নামক এই অনুভূতির প্রকাশ বিভিন্নভাৰে উদযাপিত হয়ে আসছে।তবে কিছু ক্ষেত্রে এই একই ভালোবাসা দিবস কারো জন্য খুবই আনন্দদায়ক আবার কারো জন্য খুবই হতাশার । আসুন দেখে নেই ভালোবাসা দিবসে কোন বিষয়গুলা একজন সিঙ্গেল মানুষের জন্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় –

১. ফেইসবুক খুললেই “আই লাভ ইউ জানু/ তোমার সাথে সারাটি জীবন কাটিয়া দিতে চাই” এই type স্ট্যাটাসের ছড়াছড়ি। ইচ্ছে করে গালে কষে থাপ্পড় বসিয়ে দেই

via GIPHY

২. রাস্তায় বের হলেই সব দোকানের ভেতরে বাহিরে লাল হার্ট শেপড বেলুন আর ডেকোরেশন।

via GIPHY

৩. “এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে উপহার দিতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট” – ফোনে এই ধরণের বিরক্তিকর মেসেজ। ভেবেই পাইনা শালারা নম্বর পায় কিভাবে।

via GIPHY

৪. হাগ্ মি , লাভ মি কাপলদের এই টাইপ ঢংয়ের কথাবার্তা। ইচ্ছে করে এক একটার গলা চেপে দেই।

via GIPHY

৫. ভালোবাসা দিবসের বিশেষ অফারে সব জায়গায় বাড়তি ভিড়। দেখে মনে হয় এই দিবসই জনসংখ্যা বাড়ার অন্যতম কারণ।

via GIPHY

৬. গোলাপের আকাশছোঁয়া দাম। চাঁদটাও হয়তো এই দিনে গোলাপের চেয়ে সস্তায় কেনা যাবে।

via GIPHY

৭. গত বছরের মতো টিভি চ্যানেলগুলার কাছে আসার, দূরে যাওয়ার কোটি কোটি সমাপ্ত, সেমি সমাপ্ত আর অসমাপ্ত গল্প। টিভি অন করলেই পেট মোচড় দিয়ে বমি আসে

via GIPHY

৮. চারিদিকে এতো বেশি আবেগের ছড়াছড়ি দেখেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। উফফ আল্লাহ এতো মিষ্টি কেন সবকিছু।

via GIPHY

৯. “কেন জীবনে কেউ আসলোনা/ একা একা আর কত দিন” পরিচিত সিঙ্গেলদের এমন হাহাকার।

via GIPHY

১০. সিঙ্গেল জেনেও যখন কেউ জিজ্ঞেস করে, আজকে প্ল্যান কি? ডেট কার সাথে?

via GIPHY

What do you think?

Written by Tamanna Tehseen

আতঙ্কে থাকি কবে জানি ঘুম থেকে জেগে উঠে দেখি তেলাপোকা হয়ে গেছি

Leave a Reply

১০টি আধুনিক উপায়ে জেনে নিন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে

Quiz: এই মারদাঙ্গা কুইজটিই বলে দিবে কোন বাংলাদেশী কাপলটি আপনারা দুজন