in

মাইরালামাইরালা

আমাদের দেশে সফলতার মাপকাঠি যে বিষয়গুলো

সফল হওয়ার ইঁদুরদৌড়ে আমরা এতটাই বেশি ব্যস্ত আর রোবোটিক হয়ে গেছি যে, এখন আমাদের দেশে সফলতার মাপকাঠি বলতে গুটিকয়েক জিনিসকেই বুঝি। আর সবাই ঘুরেফিরে সেই একই লক্ষ্যের পিছনে দৌড়াচ্ছে, স্কুলে পড়া অবস্থাতেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় জিপি ফাইভ পেতেই হবে নাহলে পাশের বাসার আন্টির সামনে মুখ দেখানো যাবে না, এরপর পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে চান্স পেতে হবে নাহলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। সফলতার মাপকাঠির এমন চক্রে পড়ে যে ছেলেটি বা মেয়েটি ভালো ছবি আঁকে বা গান গায় সে তার ঐসব প্যাশনগুলোকে শখ হিসেবেই পাশে রেখে দিয়ে নেমে পড়ে সফল হওয়ার দৌড়ে। যার কিনা বিশ্বসেরা চিত্রশিল্পী কিংবা সিঙ্গার হওয়ার কথা ছিলো সে নিজের ভবিষ্যতের কথা ভেবে ভয়ে মুখস্থ করছে উগান্ডার রাজধানীর নাম কি? কারণ বিসিএসেও চান্স পেতে হবে তো…

১. জিপিএ ফাইভ পাওয়া

via GIPHY

 

২. ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট-মেডিকেলে চান্স পাওয়া

via GIPHY

 

৩. বিসিএস ক্যাডার হওয়া

via GIPHY

 

৪. নিজের গাড়ি-বাড়ি, আর অনেক টাকার মালিক হওয়া

via GIPHY

 

৫. সরকারি চাকরি না হলেও মাল্টিন্যাশনাল কোন কোম্পানিতে চাকরি পাওয়া

via GIPHY

 

৬. বিয়ে করা

via GIPHY

 

৭. বাচ্চা হওয়া

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জানুন পদ্মা সেতুতে কোন কাজটি করলে আপনি রাতারাতি সেলিব্রেটি হবেন

যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের ‘লবণ’