আপনি যদি বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, তবে শেষ হয়ে যাওয়ার পর কোল্ড ড্রিংক্সের বোতলে পানি রাখা কিংবা কেউ গিফট দিলে সেই গিফট র্যাপ ভালোমতো খুলে রেখে পরে আবার অন্য কাউকে গিফট দেওয়ার সময় সেটি ব্যবহার করা আপনার কাছে একদম রোজকার ব্যাপার। এগুলো ছোটকাল থেকেই আপনি দেখে আসছেন, আজ জেনে নিন এমনই আরও কিছু জিনিস সম্পর্কে যেগুলো বাকি দুনিয়াতে সবাই ব্যবহারের পর ফেলে দিলেও, বাংলাদেশি মধ্যবিত্তরা অন্য কাজে ব্যবহারের জন্য রেখে দেয় বা জমায়।
১. কোল্ড ড্রিংক্সের বোতল
via GIPHY
২. গিফট র্যাপ
via GIPHY
৩. শপিং ব্যাগ
via GIPHY
৪. আইসক্রিম বক্স
via GIPHY
৫. জেলির বয়াম
via GIPHY
৬. বিস্কুটের টিন
via GIPHY
৭. পলিথিন
via GIPHY
৮. যেকোনো প্লাস্টিকের কৌটা