in

ভাল্লাগসেভাল্লাগসে

যে ৬টি বিষয় মুভি-সিরিজে রোমান্টিসাইজ করা উচিত না

গল্প এবং বিনোদনের স্বার্থে মুভি-সিরিজে অনেক কিছুই দেখানো হয়। কিন্তু বেশ কিছু নেগেটিভ জিনিস যখন বারবার, বছরের পর বছর ধরে রোমান্টিসাইজ করা হয়- তার একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপর পড়বেই। অথচ এই বিষয়গুলোর পজিটিভ পোর্ট্রেয়াল দেখতে দেখতে আমরা ক্লান্ত !

১. Creepy Stalking – মুভি-সিরিজে বিভিন্ন ধরণের Creepy উপায়ে স্টক করাকে বেশ পজিটিভ ভাবেই দেখানো হয়, যা বাস্তবে ভয়ংকর একটা ব্যাপার

via GIPHY

 

২. Alcoholism – দুঃখ-কষ্ট সবার লাইফেই আছে। কিন্তু নায়ক কষ্ট পেয়ে অ্যালকোহলের নেশায় আসক্ত হয়ে পড়বে আর ভিলেন মদের নেশায় বুঁদ হয়ে থাকবে এ ধরণের গল্প আর কত?

via GIPHY

 

৩. Not Giving Up on a Boy/Girl – কাউকে ভালো লাগলে তার জন্য effort দেয়া যেতেই পারে। কিন্তু ব্যাপারটা work out করবে না জেনেও অবসেসড হয়ে থাকা, Give Up না করা বেশ Unhealthy একটা প্র্যাকটিস

via GIPHY

 

৪. Revenge – “প্রতিশোধ” – এর ব্যাপারটা লজিক ছাড়াই বিভিন্ন নাটক বা সিনেমায় খুব বাজেভাবে রোমান্টিসাইজ করা হয়ে আসছে যুগের পর যুগ ধরেই, যেটা আসলে খুব টক্সিক!

via GIPHY

 

৫. Civilian Casualties – সাধারণ মুভি-সিরিজ হোক কিংবা সুপারহিরো ধারার কোনো কিছু, ক্যাজ্যুয়ালটি ব্যাপারটাকে এতো স্বাভাবিকভাবে দেখানো হয় যেন মানুষের জান-মালের কোনো দামই নেই

via GIPHY

 

৬. Psychopaths and Sociopaths – সম্ভবত সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের বর্তমান সময়ের মুভি সিরিজে যতটা রোমান্টিসাইজ করা হয় তা আগে কখনই করা হয়নি, যা খুবই আশংকাজনক

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন শাকটি আপনি

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন নাগা আইটেমটি খেলে আপনার ভাগ্য খুলে যাবে