in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো বড়ই হাস্যকর

বৈষম্য আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ৫ টাকা বেশি চাওয়া রিকশাওয়ালাকে গালি-মারধরের শিকার হতে হয়, কিন্তু দামি রেস্টুরেন্টের ওয়েটারকে অনায়াসেই ৫০/১০০ টাকা বকশিশ দিতে কারো কোনো সমস্যা নেই! আজ জেনে নিন, এমনই কিছু হাস্যকর বৈষম্যের নমুনা।

১. চাল-তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে কিন্তু সিম কার্ডের ইন্টারনেট প্যাকেজ বেশ সাশ্রয়ী

via GIPHY

 

২. জুতা আর জামাকাপড় বিক্রি হয় এসি দোকানে আর সবজি-ফল বিক্রি হয় রাস্তায় ধূলাবালির পাশে

via GIPHY

 

৩. ডিগ্রিবিহীন কিংবা ভুয়া ডিগ্রিধারীরাই এখানে সমাজের মাথা, আর প্রকৃত ডিগ্রিধারীরা বেকার

via GIPHY

 

৪. আমরাই বলি পরিবর্তন আনা উচিত, আবার আমরাই বলি একজন করলে কি এমন পরিবর্তন হবে?

via GIPHY

 

৫. রিক্সাওয়ালাকে ৫ টাকা বেশি চাইলে গালি দেওয়া হয় আর দামি রেস্টুরেন্টের ওয়েটারকে না চাইতেই ৫০/১০০ টাকা বকশিশ দেওয়া হয়

via GIPHY

 

৬. মা-কে সম্মান করা হয় সবচেয়ে বেশি কিন্তু সবচেয়ে বেশি গালি দেওয়া হয় মা-কে নিয়েই

via GIPHY

 

৭. খেটে খাওয়া মানুষ তার ন্যায্য পাওনা পর্যন্ত পায় না কিন্তু দুর্নীতিবাজরা বেতন তো পায়ই, সাথে ঘুষও পায়

via GIPHY

 

৮. সারাদিন মোবাইল স্ক্রিনে অন্যদের খোঁজ নেওয়া মানুষটা, নিজের ঘরের মানুষেরা ঠিক আছে কিনা সেটাই জিজ্ঞেস করতে ভুলে যায়!

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন আপনার কোন জিনিসটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে

যে ৮টি ব্যাপারে বুঝবেন সে আপনাকে পছন্দ করে তবে ‘As a friend’