সবারই ইচ্ছা করে জীবনে একবার হলেও সলো ট্রিপ দেওয়ার, বাইরের দেশে এই বিষয়টা মোটামুটি অধিকাংশ মানুষ করে থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সলো ট্রিপে যাওয়ার সংস্কৃতি এখনও তেমনভাবে গড়ে উঠেনি। তাই যদি আপনারও একা ঘোরার ইচ্ছা থাকে তবে কিছু বিষয় একটু মাথায় রেখে ঘুরতে বের হবেন, ঘোরাঘুরি অনেকটাই সহজ হবে
১. যেখানে যেতে চাচ্ছেন সে জায়গা সম্পর্কে আগেই একটু রিসার্চ করে রাখুন
via GIPHY
২. হোটেল বা হোস্টেল যেখানেই থাকবেন প্রি-বুক করে রাখুন
via GIPHY
৩. সাথে পোর্টেবল চার্জার নিন
via GIPHY
৪. সাথে জিনিসপত্র কি নিচ্ছেন, তার একটা চেকলিস্ট রাখুন
via GIPHY
৫. শুধু দেশের বাইরে নয়, ভেতরে ঘুরলেও পরিচয়পত্রের মত প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন
via GIPHY
৬. অবশ্যই সাথে ফাস্ট এইড কিট রাখুন
via GIPHY
৭. ব্যাগেজ অথবা লাগেজ যথাসম্ভব হালকা রাখার চেষ্টা করুন
via GIPHY
৮. ইন্টারনেট না থাকলেও যাতে ব্যবহার করতে পারেন, তাই যে এলাকায় যাচ্ছেন সে এলাকার গুগল ম্যাপ ডাউনলোড করে নিন