in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

পরিবারের অমতে বিয়ে করার আগে যে ৮টি ব্যাপার জেনে রাখা জরুরি

বিয়ে করা মন এবং স্বাস্থ্যের জন্য ভালো জিনিস, তবে সমস্যা হলো আবেগের বশে অনেকেই পরিবারের অমতে বিয়ে করে বসেন। এতে মনের মানুষকে কাছে পাওয়া যায় সত্যি, তবে একইসাথে অন্য কিছু বিষয়ে গোলমাল লেগে যায়। তাই প্রেম করে বিয়ে করবেন ভালো কথা, পরিবারকে মানিয়ে সাথে নিয়েই করার চেষ্টা করুন। আর আজ জেনে নিন ঠিক কি কি বিষয় ভুলে যাওয়া উচিত নয় –

১. আপনার বাবা যদি চৌধুরী সাহেবের মতো রাগী হয় তবে ত্যাজ্য করে আপনাকে তার সম্পত্তির ভাগ দিবেন না

via GIPHY

 

২. এরপর আপনাদের দুজনকে বাসা থেকে বের করে দেওয়ার সম্ভাবনাও একদম ১০০ তে ১০০

via GIPHY

 

৩. বিয়ে করার জন্য বন্ধুরা অনেক উৎসাহ দিলেও, দরকারের সময় কারো বাসাতেই উঠতে দিবে না

via GIPHY

 

৪. চাকরি থাকলে চেনা কাউকে ধরে থেকে একটা বাসা খুঁজেই নিতে পারেন সাহস করে, কিন্তু যদি চাকরি না থাকে, তাহলে বুঝতেই পারছেন!

via GIPHY

 

৫. পার্টনারের পরিবার যদি ভায়োলেন্ট হয়, তবে তো আপনার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ

via GIPHY

 

৬. এতদিন যাদের কাছের মানুষ ভেবে এসেছেন, হেল্প চাইতে পারেন ভেবে তারাই আপনাকে তখন এড়িয়ে চলা শুরু করবে

via GIPHY

 

৭. জীবনটা মোটামুটি শাবানা-জসিমের বাংলা সিনেমার প্লট হয়ে যাবে

via GIPHY

 

৮. আর বিয়ের পর যদি দেখেন এত কাহিনি দেখে আপনার পার্টানারও বেঁকে বসেছে, তবে ভাই আপনার আমও গেল ছালাও গেল

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যুগে যুগে বিভিন্ন দেশে নিজেদের মাতৃভাষার জন্য লড়াই

যে ৮ ধরনের awkward সিচুয়েশনে মাটির নিচে গর্ত করে লুকিয়ে যেতে ইচ্ছা করে