ক্রাশ মানে হচ্ছে, যে মনে ছড়ায় ত্রাস, আর যাকে পাওয়ার জন্য বুকে জমে দীর্ঘশ্বাস। আমাদের সবার জীবনেই কমবেশি ক্রাশ ছিল, আছে এবং ভবিষ্যৎ প্রজন্মদেরও থাকবে। তবুও কেন জানি এই ক্রাশ সামনে আসলে, বাকি পৃথিবীটা অর্থহীন মনে হয় এবং বুকের ভেতর একটা হাহাকার উঠে। তবুও ক্রাশের অ্যাটেনশন পেতে, আমরা সবাই একদম সাধারণ কিন্তু অদ্ভুত কিছু কাজ করি।
১. কোন কিছু তার পছন্দ মানে সেটা আমারও অনেক পছন্দের। আর ইনিয়ে বিনিয়ে তাকে সেটা বলেও ফেলি
via GIPHY
২. জীবনে স্কুলের বাংলা বইয়ের কবিতা কখনো না পড়লেও, তখন আমরা সবাই কবি হয়ে যাই। কেউ কেউ তো ছন্দকবিও হয়ে যাই
via GIPHY
৩. ক্রাশের সাথে একই কোচিং বা টিউশনে ভর্তি হওয়া, এটা তো আমাদের জাতীয় ট্রেডিশন
via GIPHY
৪. তার পার্সোনাল ক্লাউন হয়ে যাওয়া, মানে কথায় কথায় তাকে হাসানোর দায়িত্ব কেবল আমারই
via GIPHY
৫. গুডমর্নিং, গুডইভিনিং, গুডনাইট এসব মেসেজ দেওয়াটাও একটা রেওয়াজে পরিণত করে ফেলি
via GIPHY
৬. কাকতালীয়ভাবে অনেকবার অনেক জায়গায় দেখা হয়ে যায়। অথচ আমরা কিন্তু এটাকে প্রকৃতির অদ্ভুত খেলা ভেবে বিশ্বাস করি
via GIPHY
৭. নিজের লাইফের কথা ভুলে গেলেও, বিভিন্ন ডে তে তাকে গিফট পৌঁছে দিতে হবে। তা কখনো ভুলি না।
via GIPHY
৮. বিপদে আপদে সবকিছুতে সবার আগে গিয়ে হাজির হয়ে নিজেকে সুপারহিরো হিসেবে প্রমান করি