করোনা এই বছরের সবকিছুই ওলট-পালট করে দিয়েছে। রোজার ঈদের আনন্দ তো ইতিমধ্যেই করোনার মধ্যে মাটি হয়েছে, এখন আবার কোরবানির ঈদের জন্য কয়েক জায়গায় হাট বসলেও গতবারের মত গরু কেনা নিয়ে এবার মানুষের মধ্যে কোন উত্তেজনা দেখা যাচ্ছে না। তাই আন্দাজ করে বলাই যায় এবার কোরবানির ঈদে অনেকগুলো বিষয় আমরা মিস করবো।
১. হাটে গিয়ে গরুর পাছায় থাবড়াথাবড়ি করা
via GIPHY
২. রাস্তাঘাটে গরু নিয়ে কাউকে যেতে দেখলেই “ও ভাই কত নিলো” বলে চিৎকার দেওয়া
via GIPHY
৩. কাউফি তুলে ফেসবুকে দেওয়া
via GIPHY
৪. গরু না কিনলেও অযথাই বারবার বন্ধুদের সাথে হাটে যাওয়া
via GIPHY
৫. ঈদ এবং তার পরের কয়েকটা দিন দাওয়াত খেয়ে কাটিয়ে দেওয়া
via GIPHY
৬. গরু কিনেছে কিংবা কবে কিনবে জিজ্ঞেস করে বন্ধুদের মাথা নষ্ট করে ফেলা
via GIPHY
৭. ঈদের ছুটি? অলরেডি তো ছুটিতেই আছি, নতুন করে ছুটি আর কি?
via GIPHY
৮. আত্মীয় স্বজনদের বাসায় গরুর মাংস দিতে গিয়ে সালামি পাওয়া