মুভি দেখা আমাদের অনেকের কাছেই একটি পছন্দের বিনোদন। তবে মুভি এনজয় না করার ব্যাপারে যে কয়টি ফ্যাক্টরকে দায়ী করা যায়, তার মধ্যে একটি হলো আশেপাশের লোকজন। তাদের জন্য হয় আপনার মুভি দেখার অভিজ্ঞতা খুব ভাল হবে, নইলে বিরক্তি চরমে উঠে যাবে।
১. মুভি শুরু হওয়ার পর যখন কেউ মুভি দেখা বাদ দিয়ে ফোন ইউজ করতে থাকে
via GIPHY
২. মুভিটা একটু স্লো হলেই যারা হাই তুলতে থাকে এবং কিছুক্ষন পরেই ঘুমিয়ে যায়
via GIPHY
৩. মুভি বারবার Pause করতে বলে যখন কেউ একটু পর পর কোনো কাজে যায় বা ফোনে কথা বলতে যায়
via GIPHY
৪. যারা মুভিটি আগেই দেখে ফেলেছে এবং পুরো সময় জুড়ে স্পয়লার দেওয়ার ভয় দেখায়
via GIPHY
৫. যারা মুভির কাহিনীর সূত্র ধরে কথা বলতে বলতে একসময় পুরোপুরি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে থাকে
via GIPHY
৬. যাদের ম্যাসেঞ্জারের নোটিফিকেশন সাউন্ড বাজতেই থাকে এবং বলার পরেও সে ফোন সাইলেন্ট করে না
via GIPHY
৭. যখন মুভিতে কি হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি কাউকে একটু পরপরই সিন্-বাই-সিন্ বুঝিয়ে দিতে হয়