স্কুল জীবনে আমরা এমন অনেক কিছুই শিখেছি যা বাস্তব জীবনে কখনোই কাজে লেগেছে বলে মনে পড়ে না। বীজগণিতের ২ পৃষ্ঠার সূত্র মুখস্থ করা, গার্হস্থ্য ক্লাসের ৭/৮ রকমের সেলাইয়ের টেকনিক কিংবা বাংলা ক্লাসের বিদায়ী শিক্ষককে নিয়ে ২/৩ পাতা মানপত্র লিখার পিছনে জান প্রাণ উৎসর্গ করে দিলেও, স্কুলের গন্ডি শেষ হওয়ার পর সত্যিই কি তা খুব একটা কাজে আসেনি। যদি আপনার জীবনে এগুলো কাজে আসে, তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি না আসে তা ও আমাদের জানান!
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭
#৮