in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

অনলাইনে লুডো খেলার সময় যে ৯ টি ঘটনা আপনার সাথে ঘটবেই ঘটবে

কোয়ারেন্টিনে সারাদিন বাসায় বসে বোরড হওয়া মানুষগুলোর মনের নতুন খোঁড়াক হলো অনলাইন লুডো ষ্টার গেইম। বেশ আগে থেকেই এই গেমস অনেক জনপ্রিয় হলেও, বর্তমানে এর কদর বেড়ে গেছে অনেক গুণ। কারণ লুডো খেলে খুব দ্রুত সময় কেটে যায়। তবে লুডো খেলতে গিয়ে কিছু মজার এবং অদ্ভুত ঘটনা সবার সাথেই ঘটে। তাহলে জেনে নেয়া যাক সেই ঘটনাগুলো কি কি-

১. আপনি সিঙ্গেল হন আর না হন, আপনার অপজিট টিমে কাপল পড়বেই। খেলার মাঝখানেই তারা প্রেম, ভালোবাসা, ঝগড়া আর স্ট্র্যাটেজি একাকার করে খেলবে।

via GIPHY

 

২. যখন আপনার খেলার খুব ভালো মুড্ থাকবে, ঠিক তখনই জুতসই প্রতিপক্ষ পাবেন না। রেন্ডম কাঁচা খেলোয়াড়ের সাথে খেলতে হবে আর তাকে নিয়ম বুঝাতে হবে।

via GIPHY

 

৩. অনেক গুলো বড় চাল পড়লে তা কাউন্ট করতে করতেই অটোতে দান আরেকজনের কাছে চলে যাবে।

via GIPHY

 

৪. খুবই শ্বাসরুদ্ধকর মুহূর্তে কারেন্ট অথবা ওয়াইফাই চলে যাবে, এর থেকে বিরক্তিকর আর কিছু নাই।

via GIPHY

 

৫. আপনার অপোনেন্ট মাঝে মাঝে এতো বড় বড় চাল পায় যে আপনার শেষের এক গুটি থাকতেই তারা তাদের ৩-৪ টা গুটি একবারেই ঘরে ঢুকিয়ে জিতে যায়

via GIPHY

 

৬. অনেক রেন্ডম অপোনেন্ট এর ভাষা খুব একটা ভালো হয় না। ফলে সেখানে পরিচিত বন্ধু বা বান্ধবী থাকলে লজ্জায় পড়ে যেতে হয়

via GIPHY

 

৭. অনেক সময় আপনার চোখের সামনে অন্যদের গুটিগুলো উঠে যেতে থাকে, কিন্তু আপনার গুলো আর বেরই হয় না। যেন সেগুলোকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে

via GIPHY

 

৮. আপনি মেয়ে বান্ধবী নিয়ে খেললে সবাই ভাববে আপনারা কাপল। একের পর এক মন্তব্য ছুঁড়তে থাকবে

via GIPHY

 

৯. ক্রাশকে নিয়ে লুডু খেললে সে মনে করবে আপনি অংকে কাঁচা। যা সইতেও পারবেন না, কিছু কইতেও পারবেন না

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার পূর্বপুরুষ আসলে কোন জেলার বাসিন্দা ছিল

আপনি ইন্ট্রোভার্ট তাই আপনার জীবনে প্রেম নাই? তাহলে এই ১০টি টিপস আপনার জন্য