in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

হাজারো গল্পে ভরা এই উদ্ভট বোকা শহর থেকে আপনি যে ৯টি শিক্ষা নিতে পারেন

সকাল থেকে রাত দুপুর পর্যন্ত এই অদ্ভূত শহরে আমাদের ব্যস্ততা । এত কিছুর পরেও এই শহরের কিছু নেশা আছে ,মেশানো আছে মোহ, আর আছে কিছু গল্প, ছোট ছোট আবেগ। আশেপাশের মানুষকে পর্যবেক্ষন করে একান্ত ব্যক্তিগত কিছু উপলব্ধি শেয়ার করলাম।

১। কখনো ভুলেও কাউকে দয়া বা সহানূভূতি দেখাতে যাবেন না। ভাববে আপনি মলম পার্টির সক্রিয় সদস্য। পথের টোকাইও ভাববে ভালবাসা দেখানোর নামে তার সাত পুরুষের সম্পত্তি আপনি দখল করতে যাচ্ছেন।

via GIPHY

২। কখনো মনের ভুলেও কাউকে সাহায্য করতে যাবেন না। কোন স্বার্থের জন্য আপনি তা করছেন তা খতিয়ে দেখতে আগাগোড়া আপনাকে ডিপজল মার্কা লুক সহ্য করতে হবে।

via GIPHY

৩। পাশের বাসা, তার পাশের বাসার পরের বাসার আন্টিরা এসে যখন ইনিয়ে বিনিয়ে আপনার মা’কে বলবে ” ভাবি , মেয়ে এত সুন্দর, মেয়েকে বিয়ে দেন না কেন?” এসব কথা শুনে ভদ্র মেয়ে সেজে গদগদ হয়ে চুপচাপ থাকবেন না । তাহলে নির্ঘাত ভেবে নেবে, আপনার অন্যকোন জায়গায় লটরপটর মার্কা কাহিনী আছে। একদিন ওই ছেলের সাথে ভেগে যাওয়ার প্ল্যান করতেসেন।

via GIPHY

৪। কখনোই ভদ্রতার খাতিরে বৃদ্ধ মহিলা বা পুরুষকে বাসের সিট ছেড়ে দাঁড়াবেন না। বাসের সবাই মনে করবে ‘বেটামাইনষের’ শরীরের সাথে ধাক্কা খাওয়ার জন্য আপনি উঠে দাঁড়িয়েছেন।

via GIPHY

৫। কোথাও খাওয়ার পর কম তো নয়ই, বরং মাঝারী মানের টিপস ও দিতে যাবেন না। পারলে আপনার ব্যাংক ব্যালেন্স সব লিখে দিন। নয়তো শুনতে হবে “হালা ফকির”।

via GIPHY

৬। কখনো রান্না করা গরুর কলিজাটা খুব মজা হয়েছে ভেবে বাটিভর্তি করে পাশের বাসার খালাম্মাকে দিতে যাবেন না। সেই তরকারিতে বেড়াল মুখ দিয়েছে, বা এর উপর দিয়ে তেলাপোকা হেঁটেছে ভেবে তারা হয়তো সেটা না খেয়ে ফেলেই দিবে আর সাথে দশ ঘর ছড়িয়ে দিবে আপনি কেকাপ্পার তালতো বোনের মামতো খালার ছোট বোন।

via GIPHY

৭। যদি মনে করেন দাওয়াতে গিয়ে অপচয় না করে কম কম খাবেন তাহলে আপনি মারাত্বক ভুল। কারণ এই রয়ে সয়ে কম খাওয়াকে বিবেচনা করা হবে, আপনি কখনো ভাল খাবার খান ই নি। মুখ হাসি হাসি রেখে আশেপাশের মানুষ মনে মনে বলবে, “মিসকিন কোথাকার, ভালমন্দ খেয়ে অভ্যাস নেইতো, পেটে সইবেনা, তাই খায়না।”

via GIPHY

৮। চক্ষুলজ্জা ও ‘আচ্ছা থাক না’ এই ভাব নিয়ে ভাড়া কেন ৭ টাকার জায়গায় ৮ টাকা রাখলো এটা নিয়ে চুপ করে থাকবেন না। অবশ্যই পুরো রাস্তা চিল্লাইয়া চিল্লাইয়া ঝগড়া করতে হবে এবং অবশ্যই তুই তুকারি ছাড়া কথা বলা যাবেনা। এসব না করলে ভাববে আপনি পথের ফকির, নামানোর সময় ঘাড় ধাক্কা দিয়ে আপনি যেখানে নামতে চান তার থেকে এক মাইল আগে বা পরে নামাবে।

via GIPHY

৯। অফিস লাঞ্চ কিংবা স্ন্যাকসে বার্গার, কোরমা, পোলাউ যাই দিক না কেন খুব ভাব নিতে হবে যে, কোরমায় গরম মশলা ঠিকমত হয়নি। বার্গারে চিজের পরিমাণ কম এবং পোলাউয়ের চালে সমস্যা। এবং সবকিছু চাবানো চাবানো ইংলিশেই বলতে হবে । এরকম ভাব না নিলে অফিস কলিগরা ভাববে আপনার সাতপুরুষের পেটে দানাপানি নাই, ঠেকায় পরে কোনরকম এই চাকরি জুটিয়েছেন আর এই খাওয়া দিচ্ছে যে তা আপনার সাতপুরুষের কপাল ।

via GIPHY

এক্সট্রা টিপস – সবসময় চোখ মুখ কুঁচকিয়ে আমি কি হনুরে ভাব নিয়ে থাকতে হবে। খারাপ ব্যাবহার আর মুখ খারাপ করা ছাড়া কথা বলা যাবেনা। এবং “উফ, আউচ, ইচ্ছি কি নোংরা, শিট, বুলশিট, ইয়াক, ওএমজি শব্দগুলোর ব্যবহার আবশ্যক।

What do you think?

Written by Nazmoon

লাখ টাকা দিয়ে ঘুম আর আলসেমী কিনিয়া মাঝরাতে উঠিয়া ভাবি কি করিলাম, আগামীকাল থেকে ঠিক আলসেমী বেচিয়া টাকা জমাইব

Leave a Reply

অনলাইনে বাংলাদেশী গ্রাহকদের ১২টি উদ্ভট প্রশ্ন

এই ১০ টাকায় চা-সিঙ্গাড়া-সমুচা-চপ শুধু ঢাবির গর্ব ও ঐতিহ্য নয় ,এটি পুরোদেশবাসীর জন্য আনন্দের সংবাদ