যাদের ভাজাপোড়া খাবারের আইটেমগুলো অন্য সব খাবার থেকে একটু বেশি ভালো লাগে, আর চাইলেও এসব খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারে না। তারা অবশ্যই আমাদের আজকের এই লিস্টের সাথে নিজেকে রিলেট করতে পারবে।
১. বিকেলে বা সন্ধ্যায় ভাজাপোড়া কোন নাস্তার আইটেম না থাকলে আপনার ভালোই লাগে না!
via GIPHY
২. রাস্তায় চপ, সিঙ্গাড়া, পুরি- এই জাতীয় কোন খাবার ভাজতে দেখলেই আপনার ক্ষুধা লেগে যায়
via GIPHY
৩. রোজায় ইফতারের আইটেমের মধ্যেও ভাজাপোড়া আইটেমগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দ
via GIPHY
৪. রাত-বিরাতে হঠাৎ ক্ষুধা পেলে, আপনি নিজেই কিছু একটা ভেজে খেয়ে নেন
via GIPHY
৫. যতই হেলদি খাবার খাওয়ার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই ভাজাপোড়া আইটেম খাওয়া থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন না
৬. অনেক সময় হেলদি থাকার চেষ্টায় বড়জোর কিছুটা কম তেলে ভেজে অথবা টিস্যু দিয়ে চেপে তেল শুষে নিয়ে তারপর খান!
via GIPHY
৭. পেটে গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলেও এসব খাবারের বেলায় আপনি কোন তোয়াক্কা করেন না
via GIPHY
৮. যারা কোন ভাজাপোড়া আইটেম খায় না, তাদেরকে আপনার এলিয়েন মনে হয়!