মুহূর্ত খুশির হোক বা রাগের- খ,ম এবং চ বর্গীয় কথাবার্তা সারাক্ষণই আপনার মুখে এসে থাকে। আর এমন গালিগালাজ না করতে বলে বলে বন্ধুরা ক্লান্ত, এমনকি অনেকের সাথে সম্পর্কও খারাপ হয়ে গিয়েছে আপনার, কিন্তু তাতে কিছুই যায় আসে না।
১. কথা বলার আগে উত্তর, দক্ষিন, পূর্ব, পশ্চিম সবদিক ভালোমতো দেখে নিতে হয় আপনার
via GIPHY
২. আপনি চেস্টা করেন যতটা সম্ভব কম কথা বলা যায়, কারণ মুখ থেকে কখন কি বের হয়ে যায় গ্যারান্টি নেই
via GIPHY
৩. বাবা-মা বা মুরব্বিদের সামনে থাকলে আপনার দমবন্ধ লাগে। কারণ তখন মন খুলে গালিগালাজ করতে পারেন না
via GIPHY
৪. কথায় কথায় গালিগালাজ না করতে বলে বলে আপনার বন্ধুরা ক্লান্ত
via GIPHY
৫. এমনকি আপনি গানও গালি না দিয়ে গাইতে পারেন না
via GIPHY
৬. বন্ধুরা মাঝে মাঝে আপনার কাছ থেকে নতুন গালি শেখার ক্লাস নেয়
via GIPHY
৭. আপনার প্রেমও বেশিদিন টিকে না এই স্বভাবের কারণে
via GIPHY
৮. ম,খ এবং চ বর্গীয় কথাবার্তা আপনার ঠোটের একদম কোণে এসে বসে থাকে। তাই সুযোগ পেলেই তারা বের হয়ে যায়
via GIPHY
৯. বন্ধুদের অনেকের সাথেও এ নিয়ে সম্পর্ক অনেকবার খারাপও হয়েছে
via GIPHY
১০. এতকিছুর পরেও আপনি কিছুতেই আপনার এই অভ্যাস বদলাতে না পেরে, নিজের অভ্যাসকেও গালি দিয়ে বেড়ান