in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যারা Anime দেখতে পছন্দ করেন, তাদের জীবন থেকে নেয়া ৮টি ঘটনা

আপনি কি একজন অ্যানিমে ফ্যান/ওটাকু? তাহলে নিচের ঘটনাগুলো আপনার জীবন থেকেই নেয়া! মিলিয়ে দেখুন, অ্যানিমে দেখার অভিজ্ঞতা নিয়ে সাজানো এই তালিকার কয়টি আপনার সাথে মিলে যায়!

১. প্রথমত অ্যানিমে যে কোনো কার্টুন না সেটা সবাইকে বোঝাতে বোঝাতে আপনার ক্লান্ত হয়ে যেতে হয়

via GIPHY

 

২. অ্যানিমে দেখেন বলে সবাই ভাবে জাপানিজ ভাষা জানেন। তবে দুই একটা ভিনদেশি শব্দ, অ্যানিমে দেখে যে শিখেননি ব্যাপারটা কিন্তু তাও না!

via GIPHY

 

৩. আপনার বন্ধুরা কখনো অ্যানিমে স্টোরিগুলো ধরতে পারে না, আর বুঝলেও এমন প্রশ্ন করে “দোস্ত মেয়ে কোনটা? সব তো দেখতে একই!”

via GIPHY

 

৪. অ্যানিমে থিম সংগুলো আপনার একদম মুখস্থ!

via GIPHY

 

৫. অ্যানিমে দেখেই আপনার চুলের রং বদলানোর প্রথম শখ হয়েছিল

via GIPHY

 

৬. জীবনের প্রথম ক্রাশগুলোও অ্যানিমে ক্যারেক্টর দেখেই খেয়েছিলেন

via GIPHY

 

৭. কেউ যখন অ্যানিমে নিয়ে বাজে কথা বলে আপনার তখন তাকে বেদম মারধর করতে ইচ্ছা হয়

via GIPHY

 

৮. আপনি যত বড় হয়ে যান না কেন, অ্যানিমে সবসময় আপনার হৃদয়ে গেঁথে থাকবে

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

বিড়াল প্রজাতি থেকে যে ৭টি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারেন

আনোয়ার হোসেন: মুক্তিযুদ্ধে যার এক হাতে ছিল রাইফেল, আরেক হাতে ক্যামেরা