অনেকেই আছে যারা সবকিছু মনে রাখতে পারে না, ছোটখাট জিনিস থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারও ভুলে যায়। আপনার মধ্যেও যদি এই ভুলোমনা স্বভাব থেকে থাকে, তবে নিচের এই ১০টি পয়েন্টের সাথে রিলেট করতে পারবেন।
১. আপনি তারিখ কখনোই মনে রাখতে পারেন না, এমনকি কাছের মানুষদের জন্মদিনও প্রায়ই ভুলে যান।
via GIPHY
২. নিজের দেয়া পাসওয়ার্ড আপনি নিজেই ভুলে যান!
via GIPHY
৩. চাবি, ফোন আর অন্যান্য দরকারি জিনিস আপনি হরহামেশাই হারাতে থাকেন
via GIPHY
৪. কাউকে কিছু বলতে গিয়ে খেয়াল করেন যে, কি বলবেন তা আপনি নিজেই ভুলে গেছেন!
via GIPHY
৫. গানের লিরিক্স মনে রাখতে পারেন না দেখে বেশিরভাগ সময়ই ভুল-ভাল লাইনে গান গেয়ে থাকেন।
via GIPHY
৬. কারো সাথে নতুন পরিচয় হলে কিছুক্ষণের মধ্যেই তার নাম ভুলে যান।
via GIPHY
৭. দরকারি কোন বিষয় কাছের কাউকে বলে রাখেন, যেন আপনাকে সময়মতো মনে করিয়ে দেয়।
via GIPHY
৮. পুরোনো বন্ধুরা যখন অনেক বছর আগের কোন ঘটনার স্মৃতিচারণ করতে থাকে, তখন বেশিরভাগ সময় আপনি সেটা মনেই করতে পারেন না!
via GIPHY
৯. অ্যালার্ম আর ফোনের রিমাইন্ডার না থাকলে যে আপনার কি হতো, আপনি নিজেও জানেন না।
via GIPHY
১০. অনেক সময় আপনি অনেক দাওয়াতে যেতে পারেন না, কারণ আপনি ভুলেই যান!