আড্ডায় বা অফিসের জরুরি মিটিংয়ের মাঝে থেকেও না থাকা, কিংবা নিজেই রেখে আবার একটু পর সেই জিনিস খুঁজতে গিয়ে না পাওয়া। এই ব্যাপারগুলো শুধু তাদের সাথেই ঘটে যারা একটু অ্যাবসেন্ড মাইন্ডেন্ড। আর এসব নিয়ে বেচারাদের যেমন অনেক প্যারা খেতে হয়, তেমনি আশপাশের মানুষের প্রচুর কথাও শুনতে হয়। আপনিও যদি এমন হন, তাহলে আজকের ব্যাপারগুলো আপনার সাথে প্রায়ই হয়, আপনার জন্য একবালতি সমবেদনা রইলো।
১. নিজের হাতে রাখা জিনিসপত্র খুঁজে পাওয়াই আপনার জন্য এক ধরনের স্ট্রাগল
via GIPHY
২. কারো মুখ থেকে কিছু শুনে, একটু পর তাকেই আবার ভুল করে সেটা বলতে যান
via GIPHY
৩. অফিস মিটিং বা আড্ডায় আপনি “তুমি কি এখানে আছো/ভাই তুই কই থাকিস?” এসব শুনে অভ্যস্ত
via GIPHY
৪. মাঝে মাঝে নিজের ফোন নাম্বারও ভুলে যাওয়ার মতো লজ্জাও আপনাকে পেতে হয়
via GIPHY
৫. গ্রুপ চ্যাটে ঢুকে মাঝেমধ্যে মনে হয় “এরা কারা, কোথা থেকে এলো এরা?”
via GIPHY
৬. বার্থডে উইশ করার ব্যাপারে আপনি একধাপ এগিয়ে, কখনও একদিন কখনও বা একসপ্তাহ পরেও উইশ করার রেকর্ড আছে আপনার
via GIPHY
৭. পার্টনারও আপনার এই স্বভাবের জন্য সবসময় সন্দেহ করে। আপনি আসলেই তাকে ভালোবাসেন কিনা তা নিয়ে
via GIPHY
৮. আড্ডায় কোন টপিক নিয়ে কথা শেষ হয়ে যাওয়ার কয়েক আলোকবর্ষ পরে আপনার মাথায় সেটা ঢোকে