পুরান ঢাকা কিন্তু একটি নির্দিষ্ট এলাকা নয়। অনেকগুলো এলাকা মিলে ঢাকার পুরাতন অংশ, অর্থাৎ যেখান থেকে ঢাকার শুরু সে অঞ্চলটিকেই বলা হয় পুরান ঢাকা। আর এই এলাকার লোকজন সকাল বিকাল সারাদিনই বিরিয়ানী খায় না। তারপরেও বন্ধুবান্ধব বা কলিগদের এসব বুঝাতে বুঝাতে পুরান ঢাকার লোকজন ক্লান্ত। আপনিও যদি পুরান ঢাকার কেউ হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই নিচের ঘটনাগুলো আপনার সাথেও ঘটেছে।
১. সাকরাইনে নতুন ঢাকার বন্ধুদের কাছে আপনার ডিমান্ড থাকে সেই লেভেলের
via GIPHY
২. মানুষ ভাবে আপনি সারাদিন বিরিয়ানী খাওয়ার উপরে থাকেন
via GIPHY
৩. পুরান ঢাকায় বাড়ি মানেই বন্ধুদের কাছে আপনি বংশাল, লালবাগ অথবা নাজিরাবাজারের বাসিন্দা এবং আপনি প্রত্নতত্ত্ব বিশারদ
via GIPHY
৪. আশপাশের মানুষের কাছে আপনি পুরান ঢাকাইয়া মানেই, আপনি গ্যাঞ্জাম খুবই ভালোবাসেন
via GIPHY
৫. বন্ধুদের কাছে শোনা আপনার সবচেয়ে কমন ডায়লগ “দোস্ত কাচ্চি খাওয়া”
via GIPHY
৬. মানুষের কাছে পুরান ঢাকাইয়া মানেই, আপনি প্রচুর গালি দেন
via GIPHY
৭. আপনি আসলেই পুরান ঢাকাইয়া কিনা, এটা শুনতে শুনতে আপনি ক্লান্ত
via GIPHY
৮. যখনই কোথাও কেউ জানে আপনি পুরান ঢাকার মানুষ, তখন তাদের লুক দেখে আপনার নিজেকে এলিয়েন মনে হয়
via GIPHY
৯. আপনার সামনে লোকজন ফেক ঢাকাইয়া এক্সেন্টে কথা বলার ব্যর্থ চেষ্টা করে
via GIPHY
১০. কারও এস্থেটিক ছবি তোলার ইচ্ছা হলেও আপনার খোঁজ শুরু হয় শুধুমাত্র পুরোনো দালান আর অলিগলির জন্য