আপনি কি প্রায়ই ফেসবুকে ইন্ট্রোভার্ট অথবা এক্সট্রোভার্ট নিয়ে পোস্ট দেখেন, কিন্তু ১০০% ভাবে কোনোটার সাথেই নিজেকে রিলেট করতে পারেন না? তাহলে এই পোস্ট শুধুমাত্র আপনার আমার মতো মানুষদের জন্যই, যারা ইন্ট্রোভার্ট-এক্সট্রোভার্টের মাঝামাঝি স্থানে বসবাস করে।
১. আপনার বাসায় থাকলে বাইরে যেতে এবং বাইরে থাকলে বাসায় ফিরতে ইচ্ছা করে
via GIPHY
২. আপনার অনেক বন্ধু আছে কিন্তু কারো সাথেই কথা বলতে ইচ্ছা করে না
via GIPHY
৩. আপনি গেট-টুগেদার এবং দাওয়াতে যান ঠিকই, কিন্তু বেশিক্ষন থাকেন না
via GIPHY
৪. আপনার মানুষের সাথে গল্প জমাতে খারাপ লাগে না, তবে আপনি নিজ থেকে সাধারণত গল্প করাও শুরু করেন না
via GIPHY
৫. আপনি Teamwork এবং Solo work দুইটিতেই পারদর্শী
via GIPHY
৬. আপনার অধিকাংশ সময় নতুন কিছু নিয়ে Excitement বা Fear কোনোটাই কাজ করে না! আপনার জন্য সবকিছু “ঐ একটা হলেই হলো”
via GIPHY
৭. আপনি মনে মনে অনেক কিছুই চিন্তা করেন, তবে সবাইকে না, শুধুমাত্র অল্প কয়েকজনের সাথেই তা শেয়ার করেন
via GIPHY
৮. আপনি সাধারণত কথা বলার তুলনায় কথা শুনতে পছন্দ করেন। আবার যখন প্রয়োজন মনে করেন, তখন মনের কথা বলতে একদমই দ্বিধাবোধ করেন না