in ,

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

যে ৮টি ব্যাপার শুধুমাত্র পরিবারের একমাত্র সন্তানেরাই রিলেট করতে পারবে

পরিবারের একমাত্র সন্তান হওয়ার অনেকগুলো সুবিধা আছে, যেমন আপনার খাবার বা অন্যকোন কিছুই কারো সাথে ভাগাভাগি করতে হবে না এবং বাবা-মায়ের সব অ্যাটেনশন আপনি একাই পাবেন। তবে বেশকিছু অসুবিধাও আছে, যেমন ছোটবেলাটা আপনার মোটামুটি একাই কেটেছে, খেলার জন্য সাথে কাউকে পাননি, আর ভাইবোন থাকলে খারাপ হতো না এসব ভেবেও মাঝেমধ্যে একটু ইমোশনাল হয়ে যেতে হয়েছে।

১. সব অ্যাটেনশন একদম আপনার দিকেই থাকে

via GIPHY

 

২. “আরে সব কিছুতো তোরই” ছোটবেলা থেকে এটা শুনে শুনেই বড় হয়েছেন

via GIPHY

 

৩. কারো সাথে কিছু ভাগাভাগি করতে হয় না

via GIPHY

 

৪. আবার খেলার জন্যেও বাসায় কাউকে পাওয়া যায় না

via GIPHY

 

৫. মাঝেমধ্যে “ভাইবোন থাকলে খুব একটা খারাপ হতো না” ভেবে আপনার মন খারাপ হয়

via GIPHY

 

৬. একা থাকতে থাকতে পার্সোনাল স্পেস নিয়ে আপনি বেশ খুঁতখুঁতে

via GIPHY

 

৭. ভাইবোন আছে এমন অনেক বন্ধুবান্ধব আপনাকে হিংসে করে আবার আপনি তাদের দেখে হিংসা করেন

via GIPHY

 

৮. বাবা-মার সব স্বপ্ন এবং উনাদের সকল দ্বায়িত্বও আপনাকে ঘাড়েই

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: ৬টি উত্তর দিন আর আমরা বলবো, খাবার হলে আপনি কোন স্বাদের খাবার হতেন

আপনার যে ৮টি লক্ষণ বলে দেয়, আপনি অতিমাত্রায় একজন অলস ব্যক্তি