in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

করোনার এই পরিস্থিতিতে ‘Work From Home’ এর যে ১০টি ব্যাপার বেশ রিলেটেবল

পরিস্থিতির কারণে অনেককেই বাসা থেকে কাজ করতে হয়েছে এবং এখনো অনেকেই করছেন। এই বাসায় থেকে কাজ করার অভিজ্ঞতাটা কিন্তু আসলেই একটু অন্যরকম। যারা বাসায় থেকে অফিসের কাজ করছেন, তারা অবশ্যই নিচের ব্যাপারগুলোতে রিলেট করতে পারবেন।

১. ঘুম থেকে উঠেই জামা কাপড় পাল্টে রেডি হওয়ার দরকার তো পড়েই না, বরং বাসার কাপড় পরেই দিন কাটিয়ে দেয়া যায়

via GIPHY

 

২. চেয়ার টেবিলে না বসে, বিছানায় গা এলিয়ে শুয়ে বসেই কাজ করা যায়

via GIPHY

 

৩. কাজের সময় হুট করে বস চলে আসার মত কোন টেনশনও থাকে না!

via GIPHY

 

৪. কাজের মাঝখানে বারবার এটা সেটা খাওয়ার ব্রেক নেয়া এবং অনেক সময় খেতে খেতেই কাজ করা যায়

via GIPHY

 

৫. অফিসের কাজের ফাঁকে বাসার টুকটাক কাজও সেরে নেয়া যায়

via GIPHY

 

৬. নিজের সুবিধামত সময়ে কাজ করার সুযোগ পাওয়া যায়

via GIPHY

 

৭. কাজের মধ্যেও পরিবারের সবার সাথে সময় কাটানো যায়

via GIPHY

 

৮. অফিসে যাওয়া আসার ভাড়া আর রাস্তার জ্যামে বসে থাকা সময়টাও বেঁচে যায়

via GIPHY

 

৯. নিজের বাসায়ই থাকার কারণে অনেক সময় ঘরোয়া পরিবেশে কাজে মন বসাতে কষ্ট হয়

via GIPHY

 

১০. তবে হ্যাঁ, কাজের কোন নির্দিষ্ট সময়সীমা না থাকায়, কাজও একটু বেশিই করতে হয়

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা সবাই যে ১০টি অভিজ্ঞতা রিলেট করতে পারবে

পার্লারে বসে যেই ৮টি চিন্তা সব মেয়েদের মাথায় ঘুরপাক খেতে থাকে