in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

মিথ্যা বলতে পারেন না? তবে এই ৯টি ঘটনা আপনার খুবই চিরচেনা

মিথ্যা বলা মহাপাপ, সেটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। তবে এখনকার যে দিনকাল, দুই একটা মিথ্যা না বললে বন্ধু/ ভালোবাসা/চাকরি কোনোটাই থাকবে না। তবে কিছু মানুষ আছে যারা মিথ্যা একেবারেই বলতে পারেন না। শত চেষ্টা করার পরও তাদের মিথ্যার স্কিল একদম ০ (শূন্য)। তাই প্রতিদিন এদের নানা রকম ঝামেলায় পড়তে হয়। আপনিও কি তাদের মধ্যে একজন? তাহলে এই ৯ টি ঘটনা আপনার খুবই পরিচিত।

১. আপনার Facial expression দেখে সবাই বুঝে যায় আপনি মিথ্যা বলছেন

via GIPHY

 

২. কখনো মিথ্যা বলতে বাধ্য হলে, ইয়ে… উম… এ… আ… করতে করতেই আপনার জান শেষ হয়ে যায়

via GIPHY

 

৩. আপনি কোনো ঘটনা সাজানোর আগে নিজের মাথায় এক হাজার বার প্রাকটিস করে নেন

via GIPHY

 

৪. আপনার বন্ধুরা আপনাকে কোনো কিছু শেয়ার করতে ভয় পায়। কারণ তারাও জানে, আপনি মিথ্যা সান্তনা না দিয়ে, মুখের উপর সত্য কিছু বলে দিবেন

via GIPHY

 

৫. প্রতিবার মিথ্যা বলার পর আপনার মনে হয় পাপের বোঝা আরও কেজি খানেক ভারী হয়ে গেল

via GIPHY

 

৬. আপনার পেট থেকে সত্যি বের করা অনেক সহজ, একটু জোরাজুরি করলেই আপনি সব বলে দেন

via GIPHY

 

৭. প্রায়ই অন্যের মিথ্যা গল্প রক্ষা করতে গিয়ে, আপনিও তালগোল পাকানো মিথ্যা গল্প সাজিয়ে ঝামেলায় পড়ে যান এবং তাকেও ঝামেলায় ফেলে দেন

via GIPHY

 

৮. আপনি একজনের সিক্রেট অন্যজনকে বলতে চান না। তাই সারাক্ষন প্রেসারে থাকেন, না জানি কে কখন কি প্রশ্ন করে বসে

via GIPHY

 

৯. যেকোনো সারপ্রাইজ প্ল্যানে আপনার বন্ধুরা আপনাকে রাখতে চায় না

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: জেনে নিন প্যারালাল ইউনিভার্সে Rick & Morty-র কোন ক্যারেক্টারটি আপনি

ঈদের আগে মার্কেট খোলায় তীব্র নিন্দা জানিয়েছে (World Husband Organization) WHO