সারাদিন এত টায়ার্ড লাগে যে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার মনে হয় শোয়ার সাথে সাথেই একদম ঘুমিয়ে যাবেন, কিন্তু বালিশে মাথা ছোঁয়ানো মাত্রই কোন এক অদ্ভুত কারণে ঘুমেরা সব আকাশে উড়াল দেয়। এরপর হাজার চেষ্টা করেও, এদের আর ফেরত আনতে আপনি ব্যর্থ হন। তাই আমাদের আজকের তালিকা সেইসব হতভাগাদের নিয়ে, যারা প্রতিদিন ঘুমের সাথে যুদ্ধ করতে করতে জীবন পার করছেন!
১. যতই পণ করেন আজ ১২ টার মধ্যেই ঘুমাবেন, কিন্তু…
via GIPHY
২. হাজারটা কেন, লক্ষাধিক পজিশন চেঞ্জ করেও, ঘুম আসে না
via GIPHY
৩. ঠিক এখনই ঘুমিয়ে পড়লে কতক্ষণ ঘুমাতে পারবেন, সেটা গুনতে গুনতেই আরো ঘন্টাখানেক চলে যায়!
via GIPHY
৪. রাত হলেই বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে নানাবিধ চিন্তা আপনার মাথায় এসে ভর করে!
via GIPHY
৫. আপনি ৫ বছর, ৫ মাস, ৫ দিন আগে, কখন, কোথায়, কি ভুল করেছিলেন। সেটা কেবল রাতের বেলাতেই মনে আসে
via GIPHY
৬. বন্ধুদের টেক্সট করেন, এবং যথারীতি কোন রিপ্লাই না পেয়ে আপনার মনে হয়, এই ইহজগতে আপনার চেয়ে একা আর কেউ নেই
via GIPHY
৭. এরপর বাইরে তাকিয়ে দেখেন, কখন যেন আলো ফুটে গেছে! সারাদিন কেমন যাবে, সেই আতংক নিয়েই শুরু হয়, আপনার আরেকটা দিন!