in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যারা মায়ের কাছ থেকে দূরে আছেন তারাই শুধু এই ৯টি ব্যাপার রিলেট করতে পারবেন

“মা”, ছোট এই শব্দটির বিশালতা তখনই টের পাওয়া যায়, যখন মা সাথে থাকে না। কাজ কিংবা পড়ালেখা নানা কারনে আমাদের অনেককেই মাকে ছেড়ে থাকতে হয়। যারা কোন কারনে মাকে ছাড়া থাকছেন, তারাই বুঝবেন আজকের বিষয়গুলো।

১. প্রায়ই আপনি টের পান, এই পৃথিবীতে কোন স্বার্থ ছাড়া, একমাত্র মা-ই ভালোবাসে

via GIPHY

 

২. অসুখ বিসুখ হলে, মায়ের মত যত্ন আর কেউ করে না, তা আপনি খুব ভাল করে জানেন

via GIPHY

 

৩. একটানা বাইরের খাবার খেতে খেতে টের পান, মায়ের হাতের রান্না সত্যিই কি জিনিস!

via GIPHY

 

৪. যত দূরেই থাকেন, ফোনেও কিভাবে যেন মা বুঝে যায় আপনার মন খারাপ। আর এটা ভেবে আপনি অবাক হয়ে যান!

via GIPHY

 

৫. যেকোনো রেসিপি রান্না করতে গিয়ে আটকে গেলে, মা-ই আপনার একমাত্র রক্ষাকর্তা হয়ে উপস্থিত হয়

via GIPHY

 

৬. হঠাৎ করেই মায়ের সাথে ছোটবেলার সব স্মৃতিগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে

via GIPHY

 

৭. ছুটি পাওয়ার সাথে সাথে, মায়ের সাথে দেখা করার প্রচন্ড ইচ্ছা আপনাকে আকড়ে ধরে

via GIPHY

 

৮. আপনি জানেন, প্রতিদিন আর কেউ খোঁজ না নিলেও, আপনার খোঁজ নিতে একজনের ফোন আসবেই

via GIPHY

 

৯. মাকে ছাড়া থাকতে গিয়ে আপনি আবিষ্কার করেন যে আপনি আসলে কতটা অগোছালো

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

এই মা দিবসে মাকে খুশি করার ১৫+টি নিনজা টেকনিক

এই ১০টি পার্থক্যে জেনে নিন মায়েরা মুখে কি বলে, আর মনে মনে কি বলে