in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যাদের লাইফে ক্রাশ আছে, তাদের লাইফে এই ১০টি ঘটনাও আছে

আমাদের জীবনে ক্রাশ এক অদ্ভুত ব্যাপার, আর তার চেয়েও বেশি অদ্ভুত হলো জীবনে কিছু নতুন নতুন বিষয় যোগ হওয়া। আপনি যে বয়সেরই হোন না কেন, আপনার লাইফে যদি গোপনীয় কিংবা প্রকাশ্য কোনো ক্রাশ থেকে থাকে, আপনি নিশ্চিত এই অভিজ্ঞতাগুলোর সাথে অনেক বেশি পরিচিত।

১. কাজের মাঝে হঠাৎ করে ক্রাশকে সামনে দেখে অপ্রস্তুত হয়ে পড়া

via GIPHY

 

২. তাদের প্রতিটি কথার এবং ব্যবহারের বিশ্লেষণ নিজের মাথার ভেতর ঘুরতে থাকা। যেন প্রতিটি জিনিসই একেকটা গোপন সংকেত!

via GIPHY

 

৩. পত্রিকা/ম্যাগাজিনে নিজের হরোস্কোপের সাথে ক্রাশেরটাও পড়ে রাখা

via GIPHY

 

৪. ক্রাশকে কোনো ম্যাসেজ পাঠানোর আগে তা ১০০ বার নিজে চেক করা

via GIPHY

 

৫. ক্রাশকে নিয়ে ভেবে, ভবিষৎ পরিকল্পনা করে নিজেদের বাচ্চার নামও ঠিক করে ফেলা

via GIPHY

 

৬. রাত জেগে ক্রাশের ফেইসবুক ইনস্টাগ্রামের ছবি স্টক করা

via GIPHY

 

৭. এবং স্টক করতে করতে বিপরীত লিঙ্গের কারো সাথে ক্রাশের ছবি দেখে, মনে মনে দুঃখ পাওয়া আর হিংসা হওয়া

via GIPHY

 

৮. ক্রাশের সব পছন্দ অপছন্দ নিজের মাঝে রপ্ত করার চেষ্টা করা

via GIPHY

 

৯. ক্রাশ যখন অন্য কারো সাথে হেসে কথা বলে, তখন প্রেম না করেও চ্যাকা খাওয়ার মতো কষ্ট পাওয়া

via GIPHY

 

১০. ক্রাশ যখন তার বফ/গফ নিয়ে ঘুরে বেড়ায়, তখন তার পার্টনারকে হিন্দি সিরিয়ালের কোনো ভিলেন মনে হওয়া

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

শুধুমাত্র ব্যাকবেঞ্চাররাই এই ১০টি ব্যাপার রিলেট করতে পারবে

Quiz: জেনে নিন BoJack Horseman এর কোন চরিত্রটির সাথে আপনার মিল রয়েছে!