in

সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

উইকেন্ডেও যাদের কাজ করতে হয় তাদের অবশ্যই এই ৯টি অভিজ্ঞতা রয়েছে

তিন ধরনের মানুষ আছে। এক, যারা সারা সপ্তাহ কাজ করে উইকেন্ডে বেশ আনন্দ ফুর্তি করে। দুই, যাদের পুরো সপ্তাহটাই উইকেন্ড, অর্থাৎ এরা কিছুই করে না। আর তিন, যারা উইকেন্ডেও কাজ করে। তাই তাদের জন্য রইলো আমাদের একরাশ সমবেদনা। আপনিও কি সেই দলে? তবে আজ আপনার চোখে জল এসে যাবে এটা পড়তে পড়তেই! আমরা দুঃখিত।

১. শুক্রবার আপনার কাছে আর সুখের দিন বলে বিবেচিত না

via GIPHY

 

২. উইকেন্ডে সবার “চিল” করার ছবি দেখে আপনার বুক ফেটে কান্না আসে

via GIPHY

 

৩. বন্ধুরা আপনার উপর ফেড-আপ। তাই এখন আর ছুটির দিনের আড্ডায় আপনাকে ডাকে না

via GIPHY

 

৪. ফাইনালি উইকডেতে যখন ছুটি পান, তখন অন্যরা কেউ আর ফ্রি থাকে না, ঘুমিয়েই দিন কেটে যায়

via GIPHY

 

৫. “ছুটির দিনেও কিসের কাজ” আপনার বাবা-মায়ের মত আপনিও নিজেকে জিজ্ঞেস করেন মাঝেমধ্যে

via GIPHY

 

৬. শেষ কবে জুম্মাবার, জুম্মাবারের মতো করেই পালন করেছেন মনে পরছে না

via GIPHY

 

৭. সপ্তাহের এই দিনটা সময় না দেওয়ার জন্য প্রেমিক/প্রেমিকার সাথেও ব্যাপক গ্যাঞ্জাম চলছে

via GIPHY

 

৮. তবে এই দিনগুলোতে রাস্তাঘাট একটু খালি পাওয়া যায় এই যা একটু সুবিধা আর কি

via GIPHY

 

৯. বেশিরভাগ দাওয়াতই থাকে উইকেন্ডে, কাজের এই প্যারার জন্য সেগুলোও সব মিস হয়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যাদের কাছের বন্ধুরা বিদেশে থাকে শুধুমাত্র তারাই এই ৮টি ব্যাপারে রিলেট করতে পারবে

Introvert/ Extrovert এর বাইরে আরও যে ধরণের মানুষ আপনার আশেপাশে রয়েছে