দুনিয়াতে দুই ধরণের মানুষ আছে – ১. যারা শুধু মুভি দেখে ২. যারা শুধু সিরিজ দেখে। আপনি যদি দ্বিতীয় দলের মানুষ হয়ে থাকেন এবং যিনি কিনা উঠতে বসতে সিরিজ দেখে, আবার না দেখলে নাকি তাদের ভাত খাওয়াই পরিপূর্ণ হয় না, তাহলে এই ১২টি সিচুয়েশনের সাথে অবশ্যই নিজের মিল খুঁজে পাবেন।
১. ক্লাস কিংবা অফিসের কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই লুকিয়ে আপনি সিরিজ দেখেন
২. লাঞ্চ কিংবা ডিনার, খাবার খেতে বসলেই আপনার কোনো না কোনো সিরিজ দেখতেই হয়। নইলে আপনার পেটের ভাত হজম হয় না
৩. প্রিয় সিরিজ দেখা শেষ হওয়ার পর, আপনি জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন
৪. পছন্দের সিরিজগুলোর নতুন-পুরোনো সিজনের সকল আপডেট আপনার একদম মুখস্থ
৫. কাজের মাঝে একটু বিরতি পেলেই আপনি নতুন একটা এপিসোড দেখে নেয়ার চেষ্টা করেন
৬. রাতে ঘুমাতে যাওয়ার আগে ১টি মাত্র এপিসোড দেখবেন ভাবলেও, ভোর পর্যন্ত জেগে ৫/৬ টা এপিসোড দেখেই তারপর আপনি ঘুমাতে যান
৭. আপনার পছন্দের সিরিজ নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আপনার মাথা গরম হয়ে যায়
৮. আপনি নতুন কোন সিরিজ দেখলে, তা আপনার বন্ধুদেরকেও জোর করে দেখান
৯. আপনি যখন কোন ভালো সিরিজ খুঁজে পান, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন
১০. কে কোন সিরিজ দেখে, তা দিয়ে আপনি মানুষের পার্সোনালিটি জাজ করেন
১১. যখন আপনার সিরিজ দেখার টেস্টের সাথে অন্য কারো মিল খুঁজে পান, তখন তাকে খুব আপন মনে হয়
১২. আপনি বন্ধুদের থেকে বিবিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড নিয়ে রাখেন ব্যাকআপ হিসেবে। এই ভেবে যে, বলা তো যায় না কখন কোনটা কাজে আসে!