ফোনে কথা বলাটা কিছু মানুষের জন্য একপ্রকার অত্যাচার! কারণ যেসব কথা মেসেজের মাধ্যমেই বলা যায়, তার জন্য কেন কল করতে হবে, সেই ব্যাপারটাই তারা ঠিক বুঝতে পারে না। আর আপনিও যদি এদের মতো কেউ হন, তবে নিচের লিস্টের সাথে রিলেট করতে পারবেন।
১. আপনার পক্ষে ঘন্টার পর ঘন্টা চ্যাট করা সম্ভব, কিন্তু ফোনে কয়েক মিনিট কথা বললেই আপনার টায়ার্ড লাগতে থাকে!
via GIPHY
২. আপনার হাতে ফোন থাকা সত্ত্বেও অনেক সময় আপনি ইচ্ছা করে ফোন রিসিভ না করে, পরে মেসেজ দিয়ে ফোন করার কারণ জানতে চান!
via GIPHY
৩. অচেনা নাম্বার থেকে কল আসলেই আপনি অপ্রস্তুত হয়ে যান!
via GIPHY
৪. অনেক দরকারি ফোন কলের কাজও আপনি মেসেজ অথবা ইমেইল পাঠিয়ে সেরে নিতে চান।
via GIPHY
৫. ফোনে সরাসরি অনেক কথা বলতে না পারলেও, টেক্সটে আপনি খুব সহজেই মনের কথা বলতে পারেন।
via GIPHY
৬. অনেক সময় দরকারে কাউকে কল করতে হলে আপনি কোন বন্ধু/কলিগকে দিয়ে কলটা করিয়ে নেয়ার চেষ্টা করেন!
via GIPHY
৭. ফোন রিসিভ করতে না পারার হাজার রকম অজুহাত আপনার সবসময় রেডি থাকে
via GIPHY
৮. আপনাকে ফোন করে কখনো পাওয়াই যায় না – এই অভিযোগ পরিচিত মানুষদের কাছ থেকে শুনতে শুনতে আপনি অভ্যস্ত!