প্রতিদিনকার জীবনের ছোট থেকে বড় সব ধরণের সমস্যার সমাধান আছে, কিন্তু সবচেয়ে বড় এবং যন্ত্রনা-দায়ক একটি সমস্যার সমাধান এখনো বের হয়নি। আর তা হলো অল্পতেই ঘেমে যাওয়া! এটি এমনি একটি সমস্যা, শুধু যারা এর ভুক্তভোগী তারাই এর কষ্টটা বুঝবে! আপনিও যদি সারাদিন ঘামের সাথে যুদ্ধ চালান, তাহলে এই ১০টি ঘটনার সাথে আপনিও নিশ্চই রিলেট করতে পারবেন
১. একটু গরম পড়লেই আপনার বেহাল দশা হয়ে যায়, বিশেষত গ্রীষ্মকালের সময়!
via GIPHY
২. বাইরে বের হবার আগে এক বালতি বডি স্প্রে/ ডিওড্রেন্ট আপনার নিজের উপর ঢালতে হয়
via GIPHY
৩. এসি রুম থেকে একটু বাইরে বের হলেই ১০ মিনিটের মধ্যে আপনার গোসল করার মতো অবস্থা হয়ে যায়
via GIPHY
৪. ছোটবেলায় হাত ঘামার কারণে আপনার পরীক্ষার হলেও অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল
via GIPHY
৫. আর এখন হাত ঘামার কারণে পার্টনারের হাত ধরতে দুর্ভোগ পোহাতে হয়
via GIPHY
৬. আপনি বাসা থেকে বের হওয়ার আগে ব্যাগ/পকেটে করে টিস্যু, রুমাল, তোয়ালে, গামছা ইত্যাদি নিয়ে অফিস/ক্লাসের জন্য রওনা হন
via GIPHY
৭. আর একটু নার্ভাস হলে তো কথাই নেই! কল থেকেও এত পানি পড়ে না, যতটা আপনার কপাল থেকে ঘাম ঝরে
via GIPHY
৮. যখনি কেউ আপনাকে প্রশ্ন করে “তুমি এত ঘামাচ্ছ কেন?” তখনি আপনি আরো বেশি ঘামানো শুরু করেন
via GIPHY
৯. কিভাবে হ্যান্ডশেক কিংবা কোলাকুলি করা থেকে বিরত থাকতে হয়, তা আপনার চেয়ে ভাল কেউ জানে না
via GIPHY
১০. এবং হালকা রঙের কাপড় আপনার চির শত্রু